তার ইচ্ছা আগামিদিনে আরও ভালভাবে এগিয়ে যাওয়া। সে এবার বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশুনা করতে চায়। পাশাপাশি এই ঘটনার প্রভাব কাটিয়ে আগামীদিনে আরও এগিয়ে যেতে চায়।
advertisement
Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
মাস তিনেক আগে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড হামলা করে তার এক সহপাঠী। অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ডান হাতে কিছু দেওয়ার নাম করে সহপাঠী এক ছাত্র তার হাতে অ্যাসিড ঢেলে দেয়। মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই ওই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করে পুলিশ। জুভেনাইল আদালতে তার শর্ত সাপেক্ষে জামিন হয়।
ওই ছাত্রী এদিন সংবাদমাধ্যমের কাছে জানায়, ” আমার উপর হামলা করেছিল বলে ভাল ভাবে পরীক্ষা দিতে পারিনি। তবে আগামিদিনে আরও এগিয়ে যেতে চাই।” ওই ছাত্রীর সঙ্গে সহমত জানিয়েছেন স্কুলের শিক্ষকরাও। তাঁদের দাবি, আক্রান্ত ছাত্রী ৭০ শতাংশ নম্বর পেতেই পারত। অন্যদিকে আক্রান্তের পরিবার খাতা রিভিউ করাবেন বলে জানিয়েছেন।