ব্লক ও পুলিস সূত্রে জানা গিয়েছে, জয়নগর ১ নম্বর ব্লকের ধোসা, চালতাবেড়িয়া, রাজাপুর-করাবেগ, বামনগাছি পঞ্চায়েত এলাকাকেই ‘সেফ জোন’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। জয়নগর থানা থেকে রাজাপুর-করাবেগের দূরত্ব ১৬ কিলোমিটার। ধোসার দূরত্ব ২০ কিলোমিটার, বামনগাছি ১৪ কিলোমিটার, চালতাবেড়িয়া ১৫-১৬ কিলোমিটার। অনেক নাবালিকা পরিবারের সঙ্গে এই সব এলাকাতে দুরের আত্মীয় পরিজনের কাছে এসে আশ্রয় নিচ্ছে বিয়ের জন্য।
advertisement
বারুইপুর, কুলতলি, জয়নগর এলাকা থেকেই নাবালিকারা পরিবারের সঙ্গে চলে আসছে ওই এলাকাতে। থানা থেকে এই পঞ্চায়েত এলাকার দূরত্ব অনেক বেশি। পুলিশ ও ব্লক প্রশাসনের লোকজন খবর পেয়ে যেতে না যেতেই ওই জায়গা থেকে পাত্র-পাত্রী অন্যত্র চলে গিয়েও বিয়ের আয়োজন করে ফেলছে।
ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস মিলিয়ে ৫টি নাবালিকার বিয়ে যেমন হয়েছে। তেমনই ৩টি জায়গায় বিয়ের আয়োজনের খবর পেয়ে গেলেও কোনও ভাবে খবর কানে যেতেই নাবালিকাকে নিয়ে পরিবার অন্যত্র চলে গিয়েছে। শোনা গিয়েছে, অন্য ব্লক এলাকাতে তার বিয়েও হয়েছে। জয়নগর থানা ও জয়নগর ১ নম্বর ব্লক প্রশাসন থেকে ‘সেফ জোন’ এলাকার পঞ্চায়েতকেও সতর্ক করা হয়েছে প্রতি বুথে এই বিষয়ে নজর বাড়ানোর জন্য।
সুমন সাহা