TRENDING:

West Bengal News: থানা অনেক দুরে..., বাল্যবিবাহের 'সেফ জোন' হয়ে উঠেছে বাংলার এই এলাকা!

Last Updated:

West Bengal News: বাল্য বিবাহের জন্য জয়নগরের প্রান্তিক কিছু এলাকাকে সেফ জোন হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই নিয়ে চিন্তায় প্রশাসন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর : বাল্য বিবাহের জন্য জয়নগরের প্রান্তিক কিছু এলাকাকে ‘সেফ জোন’ হিসেবে ব্যবহার করছে নাবালিকার পরিবারেরা। কারণ, এই সব জায়গার দূরত্ব থানা থেকে বেশি। এই সব জায়গায় আত্মীয় পরিচিতর বাড়িতে থেকে বিয়ের তোড়জোড় হলেও পুলিশ আসার আগেই অন্যত্র চলে গিয়ে বসানো হয়েছে বিয়ের আসর। আবার অনেক জায়গায় পুলিস ও ব্লক প্রশাসন বিয়ে বন্ধও করে দিয়েছে। জয়নগর ১নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ বিশ্বাস বলেন, এই সব সেফ জোন এলাকায় আরও বেশি সচেতনতা প্রচার চালানো হচ্ছে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে। পাশাপাশি, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশদেরও ওই সব এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে।
advertisement

ব্লক ও পুলিস সূত্রে জানা গিয়েছে, জয়নগর ১ নম্বর ব্লকের ধোসা, চালতাবেড়িয়া, রাজাপুর-করাবেগ, বামনগাছি পঞ্চায়েত এলাকাকেই ‘সেফ জোন’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। জয়নগর থানা থেকে রাজাপুর-করাবেগের দূরত্ব ১৬ কিলোমিটার। ধোসার দূরত্ব ২০ কিলোমিটার, বামনগাছি ১৪ কিলোমিটার, চালতাবেড়িয়া ১৫-১৬ কিলোমিটার। অনেক নাবালিকা পরিবারের সঙ্গে এই সব এলাকাতে দুরের আত্মীয় পরিজনের কাছে এসে আশ্রয় নিচ্ছে বিয়ের জন্য।

advertisement

আরও পড়ুন: ৬০ টাকার লটারি কেটে রাতারাতি 'Crorepati'...! চক্ষু চড়কগাছ বাস চালকের! আতঙ্কে যা করে বসলেন...

আরও পড়ুন: লাল শাড়িতে মেট্রোতে আগুন ধরালেন সুন্দরী! প্রতিটি ঠুমকায় ক্লিন বোল্ড! Super ভাইরাল ভিডিও কাঁপাল নেটপাড়া

বারুইপুর, কুলতলি, জয়নগর এলাকা থেকেই নাবালিকারা পরিবারের সঙ্গে চলে আসছে ওই এলাকাতে। থানা থেকে এই পঞ্চায়েত এলাকার দূরত্ব অনেক বেশি। পুলিশ ও ব্লক প্রশাসনের লোকজন খবর পেয়ে যেতে না যেতেই ওই জায়গা থেকে পাত্র-পাত্রী অন্যত্র চলে গিয়েও বিয়ের আয়োজন করে ফেলছে।

advertisement

ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস মিলিয়ে ৫টি নাবালিকার বিয়ে যেমন হয়েছে। তেমনই ৩টি জায়গায় বিয়ের আয়োজনের খবর পেয়ে গেলেও কোনও ভাবে খবর কানে যেতেই নাবালিকাকে নিয়ে পরিবার অন্যত্র চলে গিয়েছে। শোনা গিয়েছে, অন্য ব্লক এলাকাতে তার বিয়েও হয়েছে। জয়নগর থানা ও জয়নগর ১ নম্বর ব্লক প্রশাসন থেকে ‘সেফ জোন’ এলাকার পঞ্চায়েতকেও সতর্ক করা হয়েছে প্রতি বুথে এই বিষয়ে নজর বাড়ানোর জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দার্জিলিং/
West Bengal News: থানা অনেক দুরে..., বাল্যবিবাহের 'সেফ জোন' হয়ে উঠেছে বাংলার এই এলাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল