হোম /খবর /বাঁকুড়া /
৬০ টাকার লটারি কেটে 'Crorepati'...! চক্ষু চড়কগাছ বাস চালকের! আতঙ্কে যা করলেন..

Offbeat News: ৬০ টাকার লটারি কেটে রাতারাতি 'Crorepati'...! চক্ষু চড়কগাছ বাস চালকের! আতঙ্কে যা করে বসলেন...

X
রাতারাতি [object Object]

Offbeat News || Bus driver turned Crorepati: দরিদ্র বাস চালক ভাগ্য বদলের জন্য কেটেছিলেন ৬০ টাকার একটি ডিয়ার লটারি, আর তাতেই রাতারাতি কোটিপতি, টিকিট নিয়ে দারস্থ কোতুলপুর থানার,

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বাঁকুড়া: পেশায় বাস ড্রাইভার, বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে বেসরকারি বাসের ড্রাইভারের সিটে বসে নিত্যদিন যাত্রীদের এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে পৌঁছে দেওয়ায় কাজ করেন বাঁকুড়া জেলা কোতুলপুর থানার অন্তর্গত লাউ গ্রামের বাসিন্দা মনোজ রায়। যেটুকু টাকা উপার্জন হয় তা দিয়েই সংসার চলে মনোজের। মঙ্গলবার বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে কোতুলপুর আসার পথে বিষ্ণুপুর নার্সিংহোম মোড়ে প্রতিদিনের মতো ৬০ টাকা দিয়ে একটি নাগাল্যান্ড স্টেটের রাত্রি আটটার ডিয়ার লটারির টিকিট কাটেন মনোজ।

সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাতে ঘুমিয়ে পড়েন মনোজ সকালে উঠে প্রতিদিনের রুটিন মাফিক আবারও বাস নিয়ে বেরিয়ে পড়েন গন্তব্যে, বুধবার সকালে আসেন বিষ্ণুপুরে, সেখানেই আগের দিনের লটারি টিকিটটা মিলিয়ে দেখেই চক্ষুচড়কগাছ মনোজ রায়ের। মনোজের লটারিতেই উঠেছে প্রথম পুরস্কার অর্থাৎ কোটি টাকা।

আরও পড়ুন: বিচারক হয়ে গেলেন জল্লাদ? বন্দুক উচিয়ে খুনের হুমকি নেতার, তারপর...

কাউকে কিছু না বলে টিকিট হাতে নিয়ে বাড়ি চলে আসেন মনোজ। এরপর ধীরে ধীরে আতঙ্ক গ্রাস করতে থাকে মনোজকে। অবশেষে বাধ্য হয়েই নিজেকে আর স্থির রাখতে না পেরে মনোজ দ্বারস্থ হন কোতুলপুর থানার। সেখানে এসে বড় বাবুকে সব কথা খুলে জানায় মনোজ। পুলিশ তার নিরাপত্তার ব্যবস্থা করে।

কথায় আছে "রাখে হরি তো মারে কে" তাই দীন-দুঃখী মনোজ আজ কোটিপতি। মনোজ জানিয়েছে, এই বিপুল পরিমাণ টাকা দিয়ে একটি সুন্দর বাড়ি করার ইচ্ছে তাঁর এবং কিছু জমি কিনে পরিবারের সঙ্গে নিয়ে সুখে জীবন যাপন করবেন।

দেবব্রত মণ্ডল

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Bus driver, Dear Lottery, Lottery Ticket