পুজোর মরশুমে পাহাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকবে। যেকারণে পর্যটক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ভিস্তাডোম কোচ চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে একটি রেস্তোরাঁ কামরাও থাকছে। সফরকালে যেখানে খাবার খেতে পারবেন পর্যটকেরা। সেই কোচে বসেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা। ভিস্তাডোম কোচটিকেও নতুন করে সাজানো হয়েছে। উল্লেখ্য,ধসের জেরে সেপ্টেম্বর জুড়ে প্রায় ১৩ লক্ষ টাকার লোকসানের মুখে পড়তে হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষকে। ডি এইচ আর সূত্রের খবর প্রথম যে ১২ দিন ট্রেন বন্ধ ছিল সেই সময় ৮ লক্ষ টাকার টিকিট বুকিং বাতিল করা হয়েছে। তবে আগামী সোমবার থেকে এসি কোচ ও রেস্তোরাঁ কোচ নিয়ে পাহাড়ি পথে ছুটবে টয় ট্রেন। পাহাড়ে পর্যটক দের টানতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডি এইচ আর কর্তৃপক্ষ।
advertisement
ডিএইচআর ডিরেক্টর একে মিশ্র জানান, এসি ভিস্তাডোম কোচ পর্যটকদের জন্য আনা হবে। চাহিদা বাড়লে কোচের সংখ্যা বাড়ানো হবে। সোমবার উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এর জেনারেল ম্যানেজার নতুন ট্রেনের উদ্বোধন করবেন। আপাতত এনজেপি থেকে প্রতি সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার ছাড়বে। দার্জিলিং স্টেশন থেকে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ছাড়বে। ভিস্তাডোম কোচের ভাড়া রাখা হয়েছে যাত্রীপিছু ১৫০০ টাকা ও রেস্টুরেন্টে কারের ভাড়া ১৩০০ টাকা রাখা হয়েছে।
অনির্বাণ রায়