বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের বাছাই দুই ধাপে একটি উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে করা হবে। প্রথমটি লিখিত পরীক্ষা এবং দ্বিতীয়টি ব্যক্তিত্ব পরীক্ষা। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে ব্যক্তিত্ব পরীক্ষার জন্য ডাকা হবে।
আরও পড়ুনঃ গরমে হাঁসফাঁস অবস্থা! সপ্তাহান্তে ঘুরে আসুন পাহাড়-নদী-চা বাগান ঘেরা উত্তরের ‘এই’ গ্রামে
advertisement
আরও পড়ুনঃ পাহাড়ে হকি অ্যাকাডেমি করতে চান ভরত ছেত্রি
লিখিত পরীক্ষা এবং ব্যক্তিত্ব পরীক্ষা উভয় ক্ষেত্রেই প্রাপ্ত সম্মিলিত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের দার্জিলিং-এ সিভিল সার্ভিসেস পরীক্ষার জন্য এক বছরের জন্য বিনামূল্যে কোচিং ক্যাম্প করা হবে।
অধ্যায়ন সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামোও নির্বাচিত প্রার্থীদের বিনামূল্যে প্রদান করা হবে। পরীক্ষা প্রার্থীরা যেকোনো বিষয়ে স্নাতক হলেই হবে এবং তাদের সর্বনিম্ন ২১ বছরের মধ্যে হতে হবে।
দার্জিলিং খবর | Darjeeling News
বৃহস্পতিবার দুপুরে দার্জিলিঙে এডওয়ার্ড ফাউন্ডেশনের সভাপতি তথা জিটিএ সভাসদ অজয় এডওয়ার্ড সাংবাদিক বৈঠক করে বলেন ,পাহাড়ের যুবক-যুবতীদের কথা মাথায় রেখে গত বছরের মত এ বছরও এডওয়ার্ড ফাউন্ডেশন এর তরফে এই বিনামূল্যে কোচিং ক্যাম্প এর ব্যবস্থা করা হয়েছে।
আগামী জুলাই মাসে এই কোচিং ক্যাম্প শুরু করা হবে। তবে এই বিনামূল্যে কোচিং ক্যাম্প এ অংশগ্রহণ করার জন্য এখন থেকেই ফর্ম বিতরণ করা হচ্ছে। ফর্ম ফিলাপ করে ৭ ই জুলাইয়ে মধ্যে জমা দিতে হবে। ফর্ম এবং যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগের নম্বর:
দার্জিলিং 779 7484503, 9836971847, 79089 02624 কর্শিয়াং – 70010 24293 মিরিক – 9832071343 কালিম্পং – 8597112149, 82500 38329, 6296543867, 738-451-2899
অনির্বাণ রায়