ডিএইচআর ডিরেক্টর এ কে মিশ্র বলেন, ২৫ তারিখের পর থেকে আমরা ট্রেন চালাবো, প্রথম ধসের কারণে প্রায় ৮ লক্ষ টাকা ক্ষতি হয়েছিল, এবারও অনেকটাই ক্ষতি হবে। চলতি মাসের শুরুতেই তিনধারিয়া থেকে একটু নিচে ১৭ মাইলে ধসের জেরে ডিএইচআর-এর লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দু'দিনের মধ্যে ধস সরিয়ে লাইন মেরামত করে দেয় ডিএইচআর। কিন্তু একটানা বৃষ্টির ছেড়ে ফের ধস নামে এবং একটি বাড়ি লাইনের ওপর বিপজ্জনকভাবে ঝুলতে থাকে তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে ট্রেন বাতিল করে দেয় ডিএইচআর।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সরকারি বাস, মাথায় হাত যাত্রীদের
আরও পড়ুনঃ পুজোর ছুটিতে দিঘার, মন্দারমনির প্ল্যান করেছেন! অনিশ্চিত বাস পরিষেবা
ধস সরিয়ে সমস্ত কাজ করে ১২ দিন সময় লেগে যায় ট্রেন চালাতে। ১৩ সেপ্টেম্বর থেকে এনজিপি দার্জিলিং পরিষেবা শুরু করা হয়। ঠিক তার ৫ দিনের মাথাতে ফের রংটং থেকে একটু ওপরে ১২ মাইল এলাকায় ধস নামে। তাই আরও ৮ দিন ট্রেন বন্ধ রাখার নোটিস দিয়েছে। অন্যদিকে, এই সময়ে টিকিটের প্রচুর অগ্রিম বুকিং ছিল।
কিন্তু ট্রেন বাতিল হয় সেগুলিও বাতিল করে দিয়ে টাকা ফেরত দিতে হচ্ছে গ্রাহকদের। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটিয়ে আগামী ২৫ তারিখের মধ্যে ট্রেন চলাচল ফের স্বাভাবিক করা হবে।
অনির্বাণ রায়