এ প্রসঙ্গে দার্জিলিং পুরসভার চেয়ারম্যান রীতেশ পোর্টেল বলেন, "অনেকে পুরসভার অনুমতি না নিয়েই নির্মাণ করে চলেছে। আমরা সবকিছু খতিয়ে দেখছি।" এদিকে নির্বাচনের আগেই হামরো পার্টি বলেছিল ক্ষমতায় এলেই তারা পাহাড়ের বেআইনী বিল্ডিং এর বিরুদ্ধে অভিযান চালাবে। ক্ষমতায় আসার পর হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড ও পুরসভার চেয়ারম্যান রীতেশ পোর্টেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।
advertisement
আরও পড়ুনঃ দার্জিলিংয়ের চিড়িয়াখানায় রেড পান্ডার শাবকের জন্ম
তখন মুখ্যমন্ত্রীও তাদের বলে দেন পাহাড়কে সুন্দর করে সাজাতে গেলে বেআইনী বিল্ডিং ভাঙতে হবে। আর তার পরামর্শ মতই এবার পাহাড়ে বেআইনী বিল্ডিং এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুরসভা। গোটা পুরএলাকা ঘুরে দেখেছেন চেয়ারম্যান সহ পুরসভার আধিকারিক ও কাউন্সিলররা। এরপরেই ২১৮জনকে নোটিশ দেওয়া হয়েছে। তাদের সবাইকে আপাতত সতর্ক করা হয়েছে। শুধু তাই নয় তাদের বলা হয়েছে বেআইনী নির্মাণ ভেঙে ফেলার জন্য। যদি তারা তা না করে তাহলে পুরসভা তা ভাঙতে বাধ্য হবে।
আরও পড়ুনঃ টয়ট্রেনের লাইনে ধসের জের! প্রায় ১৩ লক্ষ টাকা ক্ষতির মুখে ডিএইচআর
এদিকে একটি বিল্ডিং এর কাজ বন্ধও করে দেওয়া হয়েছে। তাতে পুরসভার বিরুদ্ধে অনেক ক্ষোভ উগরে দিলেও গায়ে মাখতে নারাজ চেয়ারম্যান রীতেশ পোর্টেল। তিনি বলেন, "আমাদের লক্ষ্য সুন্দর পাহাড় গড়ার। তার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আর পরিদর্শনে বেরিয়ে দেখলাম অনেকে পাহাড় কেটে খালের গায়ে বিল্ডিং বানিয়েছে। অনেকে আবার অনুমতি ছাড়াই দোতলা বিল্ডিং তৈরি করে ফেলেছে। এগুলো হতে দেওয়া যাবেনা কারণ পাহাড় ভুমিকম্প প্রবণ এলাকা। তাই সাবধানতা অবলম্বন করেই এখানে বিল্ডিং বানাতে হবে। নইলে কোনওরকম বিপদ এলেই বহু মানুষ প্রাণ হারাবে।"
Anirban Roy