১ অগস্ট থেকে আগামী ৭ অগস্ট পর্যন্ত ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক উদযাপন করা হয় সর্বত্র। দক্ষিণ দিনাজপুর জেলা আইসিডিএস সেলের তরফেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক হরিশ রশিদ, আইসিডিএসের জেলা প্রোগ্রাম অফিসার দিব্যেন্দু দত্ত, ওসি সোশ্যাল ওয়েলফেয়ার তপন সরকার সহ অন্যান্য আধিকারিকরা৷
আরও পড়ুন: এ যুগের বিদ্যাসাগর! পেট্রল পাম্পের আলোয় পড়ছে দুই ভাই-বোন
advertisement
গর্ভবতী মহিলাদের পাশাপাশি শিশু ও মায়েদের ব্রেস্ট ফিডিংয়ের প্রয়োজনীয়তা বোঝানো হয়।ব্রেস্ট ফিডিং না করালে বাচ্চার কী কী সমস্যা হতে পারে বাচ্চার তাও তুলে ধরা হয় এই অনুষ্ঠানে।
এদিন বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে অস্থায়ী ব্রেস্ট ফিডিং সেন্টারের উদ্ধোধন করা হয়৷ আগামী এক মাসের মধ্যে জেলার প্রতিটি সরকারি অফিসে চালু করা হবে ব্রেস্ট ফিডিং সেন্টার। আগামী দিনে ব্লক স্তরেও এই কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।
সুস্মিতা গোস্বামী






