Jalpaiguri News: এ যুগের বিদ্যাসাগর! পেট্রল পাম্পের আলোয় পড়ছে দুই ভাই-বোন

Last Updated:

বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকায় জলপাইগুড়ির দুই শিশু পেট্রল পাম্পের আলোয় লেখাপড়া করছে

+
title=

জলপাইগুড়ি: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়াশোনা করেছিলেন রাস্তার ধারে ল্যাম্প পোস্টের আলোয়। যেন সেই পদাঙ্ক অনুসরণ করেই জলপাইগুড়ির দুই পড়ুয়া পেট্রল পাম্পের আলোয় চালাচ্ছে নিজেদের পড়াশোনা। সংসারের অভাব-অনটন তাদের রাস্তায় দাঁড় করিয়েছে। সংসারে অনটন থাকলেও তারা পড়াশোনা থামাতে রাজি নয়।
বিদ্যাসাগরের জীবন সংগ্রামের সঙ্গে হুবহু মিলে যায় এদের জীবন। ঘরে আলো নেই, কেরোসিন কিনতেও অগ্নিমূল্যের জেরে হিমশিম খাওয়া অবস্থা। তাই ভরসা পেট্রল পাম্পের আলো। এই আলোতেই রোজ সন্ধে হলে বই নিয়ে পড়তে বসে যায় আপন তন্ত্রের দুই ছেলে-মেয়ে। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর মোড়ে জাতীয় সড়কের ধারে পেট্রল পাম্প লাগোয়া বালাপাড়ায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকেন আপন তন্ত্র। ছেলে বড়, সে পঞ্চম শ্রেণিতে পড়ে। কয়েক মাস আগে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছে ছোট মেয়েও। কিন্তু তাঁদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই।
advertisement
advertisement
সংসারে অসীম অনটন থাকলেও ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করতে চান আপন তন্ত্র। তাই প্রতিদিন সন্ধের অন্ধকার নামলেই পেট্রল পাম্পের এককোণে বসে পড়াশোনা করে দুই ক্ষুদে। আপন তন্ত্রের জানান, অতিরিক্ত বিদ্যুতের দিন মেটাতে না পেরে তাঁর বাবা নীরেন তন্ত্র একসময় আত্মহত্যা করেছিলেন। এরপর বিদ্যুৎ দফতর থেকে তাঁদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তারপর থেকে বাড়িতে আর আলো-পাখা চলে না। সামান্য দিন মুজুরির করে সংসার চালান তিনি। এই অবস্থায় ছেলেমেয়েদের মানুষ করতে পেট্রল পাম্পের আলোই ভরসা তন্ত্র পরিবারের!
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: এ যুগের বিদ্যাসাগর! পেট্রল পাম্পের আলোয় পড়ছে দুই ভাই-বোন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement