ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৯ নম্বর ও ১২ নম্বর কেন্দ্রের ঘটনা৷ অভিযোগ, এখানকার বিজেপি প্রার্থী মুক্তি মারডি ও স্বপ্না পাহানকে প্রথমে গণনাকেন্দ্রের তরফে জানানো হয় যে, তাঁরা জয়ী হয়েছেন৷ কিন্তু, এর কিছুক্ষণ পরেই তাঁদের ডেকে জানানো হয় যে, তাঁরা পরাজিত হয়েছেন৷ এহেন ঘটনার পরেই বিক্ষোভ ছড়ায় বিজেপি কর্মীদের মধ্যে৷
আরও পড়ুন: নন্দীগ্রামে বিজেপির জয়জয়কার! কার ঘাড়ে দোষ চাপালেন কুণাল ঘোষ? বিস্ফোরক অভিযোগ
advertisement
গোটা ঘটনায় গণনায় কারচুপির অভিযোগ এনেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ জেলাশাসকের দফতরের সামনে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বিক্ষোভ দেখান তিনি।
আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
এদিন সুকান্ত বলেন, ‘‘বিভিন্ন ধরনের অভিযোগ গণনা কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে যেখানে ব্যালটের হিসাব যেমন মিলছে না, তেমনি ব্যালটের সইয়ের গরমিল আছে, এই অজুহাতে ও বিজেপির জয়ী প্রার্থীদেরকে হারিয়ে দেওয়া হচ্ছে।’’