আরও পড়ুন: কলা গাছের থোর দিয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরি! চমকে দিল কুলপির স্বনির্ভর গোষ্ঠী
তপনের বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রতিবছরই গ্রীষ্মকালে জলকষ্ট দেখা দেয়। তবে এবার পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। পানীয় জলের সমস্যা মেটাতে বছর দুয়েক আগে তপনের বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেইমতো কিছু জায়গায় পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ শুরুও হয়। তবে বেশিরভাগ জায়গাতেই এখনও পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়নি। ফলে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ বিষয়টিও আপাতত কার্যকরী হয়নি। এই পরিস্থিতিতে এলাকার মানুষের একটাই দাবি, খুব দ্রুত পানীয় জলের সমস্যা সমাধানে সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করুক।
advertisement
তপনের বালাপুর পঞ্চায়েতের হরিবংশীপুর সহ একাধিক এলাকাজুড়ে পানীয় জলের সঙ্কট ভয়াবহ আকার ধারণ করেছে। এই এলাকায় প্রায় ৫ হাজার লোকের বাস। এখানে মার্ক টু শ্রেণির টিউবয়েল বসিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। কারণ টিউবওয়েলের জলে অত্যাধিক মাত্রায় আয়রন থাকায় তা পানের যোগ্য নয়। বাধ্য হয়ে প্রায় ২ কিলোমিটার দূরে থাকা বিএফএফ ক্যাম্প থেকে পানীয় জল নিয়ে আসে গ্রামের মানুষ। এই পরিস্থিতিতে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার পাইপ লাইনের কাজ দ্রুত শেষ করে পরিষেবা শুরু হলে তবেই একমাত্র সমস্যার সমাধান হবে বলে মনে করছেন গ্রামবাসীরা।
সুস্মিতা গোস্বামী