আরও পড়ুন: পুজোয় ডিজে বাজালেই বাজেয়াপ্ত করবে পুলিশ
গ্রামের বাসিন্দারাই ঝুড়ি, কোদাল নিয়ে নিজেদের রাস্তা মেরামত করতে শুরু করেন। কৃষি নির্ভর এই গ্রামে সকালে উঠেই সবজি সহ অন্যান্য জিনিসপত্র বাজারে নিয়ে যেতে হয় বিক্রির উদ্দেশ্যে। কিন্তু রাস্তা চলাচলের অযোগ্য হওয়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছিল সবাইকে। স্কুলে যেতে সমস্যায় পড়ছিল ছোট ছোট ছেলেমেয়েরা।
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় প্রত্যেক দলের থেকে রাস্তা ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও পর্যন্ত কেউ সেই কাজে হাত লাগায়নি। গ্রামবাসীরা জানান, বর্ষাকালে সংস্কারের অভাবে এই রাস্তা ভয়াবহ হয়ে উঠেছে।
রাস্তার এতটাই বেহাল দশা যে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। গাড়ি চলাচল তো অনেক দূরের কথা, বাইক চলাচলেরও অযোগ্য এই রাস্তা। বর্ষাকালে এক হাঁটু কাদার মধ্যে দিয়ে হাঁটাচলা করতে হয়। আর তাই নিজেদের তাগিদেই গ্রামবাসীরা দল বেঁধে রাস্তা সারাই করলেন।
সুস্মিতা গোস্বামী