South 24 Parganas News: পুজোয় ডিজে বাজালেই বাজেয়াপ্ত করবে পুলিশ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
দুর্গাপুজোর সময় বা বিসর্জনে ডিজে বাজালেই বাজেয়াপ্ত করা হবে, জানিয়ে দিল পুলিশ
দক্ষিণ ২৪ পরগনা: আর এক মাসও বাকি নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো’র। ফলে এই মুহূর্তে পুজো কমিটি থেকে শুরু করে আমজনতা সকলেরই প্রস্তুতি তুঙ্গে। এদিকে পুজোর দিকে লক্ষ্য রেখে তৈরি হচ্ছে প্রশাসনও। পুজোতে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না এবং আপনার আনন্দ অন্যের নিরানন্দের কারণ হয়ে না দাঁড়ায় তার জন্য জরুরি বৈঠক সেরে ফেলল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।
দুর্গাপুজোর সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু নির্দেশিকা জারি করল জেলা প্রশাসন। পুজোর মধ্যে বা বিসর্জনে ডিজে বাজালে তা বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। রাস্তায় গাড়ি আটকে জোর করে চাঁদা আদায় করা চলবে না। অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বারুইপুর পুলিশ জেলার পুজো কমিটিগুলির সঙ্গে জরুরি বৈঠক করা হয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার পার্থ ঘোষ, বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস, আইসি সৌম্যজিৎ রায়, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার, বারুইপুরের উপ-পুরপ্রধান গৌতম দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ অন্যরা।
advertisement
advertisement
এই বৈঠকে পুজো কমিটি ও পুলিশ আধিকারিকরা ছাড়াও হাজির ছিলেন দমকল ও বিদ্যুৎ বিভাগের আধিকারিকরাও। যে সব পুজো মণ্ডপে বেশি জনসমাগম হয় সেই সব পুজো কমিটিকে মণ্ডপে সিসিটিভির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। প্রতি পুজো মণ্ডপে ডেঙ্গু বিষয়ে সচেতনতার জন্য প্রচার চালাতে হবে। মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানের পথ বড় করতে হবে। নিরাপত্তার জন্য পুজো কমিটিগুলিকে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে। অগ্নি নির্বাপক যন্ত্র অথবা বালি রেখে দিতে হবে। এছাড়াও পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে মণ্ডপে।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 7:37 PM IST