আরও পড়ুন: তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ! ভোটের আগেই উত্তপ্ত দিনহাটা
মঙ্গলবার সকালে বালুরঘাটের উত্তরণ ক্লাব সংলগ্ন এলাকায় হঠাৎ ষাঁড়ের তাণ্ডব শুরু হয়। সকালবেলায় রাস্তা দিয়ে প্রচুর মানুষ নানান দরকারে যাতায়াত করছিলেন। সেই সময় ষাঁড়ের দাপাদাপিতে হুড়োহুড়ি শুরু হয়। বেশ কয়েকজনকে ষাঁড়টি গুঁতো মারলে আতঙ্ক চরমে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বালুরঘাট পুরসভার পুরপ্রধান অশোক কুমার মিত্র, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বন দফতরকে খবর দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছন দমকলকর্মীরাও। বনকর্মীরা এসে পৌঁছনোর আগেই সাধারণ মানুষকে বাঁচাতে বাঁশ দিয়ে চারিদিক থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আতঙ্কে মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে যায় রাস্তা।
advertisement
এদিকে বনকর্মীরা আসার পর ষাঁড়টিকে কব্জা করার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা চলে। শেষে সাড়ে এগারোটার দিকে দমকল, বন বিভাগ ও পুরসভার কর্মীরা মিলে ষাঁড়টিকে কব্জায় নিয়ে আসে। সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা হয়। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপর পুরসভার পক্ষ থেকে বাঁশের ব্যারিকেড সরিয়ে চলাচলের জন্য আবার রাস্তা খুলে দেওয়া হয়। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও পুরসভা সর্বক্ষণ নজর রাখছে বলে জানান পুরপ্রধান অশোক কুমার মিত্র।
সুস্মিতা গোস্বামী