এবার রাজ্য জুড়ে ১০০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিচ্ছে নাট্য একাডেমি। প্রশিক্ষক হিসেবে প্রতিটি বিভাগের জন্য একজন করে ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তনী নিযুক্ত রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে এই কর্মশালা চলছে। বালুরঘাটে প্রশিক্ষক হিসেবে রয়েছেন রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের প্রাক্তনী পার্থ বন্দ্যোপাধ্যায়, শিবির পরিচালক ও সহযোগী প্রশিক্ষক সুপ্রিয় চক্রবর্তী, সহযোগিতায় নাট্য একাডেমির সদস্য অমিত সাহা প্রমুখ।
advertisement
আরও পড়ুন ঃ রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রৌঢ়, তারপরের ঘটনা জানলে শিউড়ে উঠবেন!
পশ্চিমবঙ্গ জুড়ে পাঁচটি জায়গায় এই নাট্য প্রশিক্ষণ কর্মশালা চলছে। ইতিমধ্যেই জলপাইগুড়ি, মেদিনীপুর, বীরভূমে এই কর্মশালা আয়োজিত হয়েছে। চতুর্থ পর্যায়ে বালুরঘাটে চারটি জেলা নিয়ে কর্মশালা চলছে। চলতি মাসের শেষেই শেষ পর্যায়ের হাওড়া বিভাগের কর্মশালা রয়েছে। প্রতিটি বিভাগেই ২০ জন করে শিক্ষার্থী রাখা হয়েছে। তাদের সকলকেই বাছাই পর্বের মধ্যে দিয়ে নির্বাচন করা হয়েছে।
পশ্চিমবঙ্গ নাট একাডেমির উপদেষ্টা মন্ডলীর সদস্য তথা রাজ্যজুড়ে চলা নাট্য কর্মশালার আহ্বায়ক রাকেশ ঘোষ উপস্থিত আছেন বালুরঘাটে। তিনি বলেন, “শিক্ষার্থীরা যাতে অভিনয়কে পেশা হিসেবে নিতে পারে। শুধু মঞ্চে অভিনয় করা নয়, এখন অভিনয়ের অনেক মাধ্যম খুলে গিয়েছে। যেমন- ওয়েব সিরিজ, টেলিভিশন, চলচ্চিত্রতেও যাতে তারা পেশাগত ভাবে অভিনয় করতে পারেন।”
আরও পড়ুন ঃ বাবা পেশায় দিনমজুর! ছেলের বিজ্ঞানী হওয়ার স্বপ্ন সফল! ভাবা অ্যাটোমিকে গবেষণা করবে কৌস্তভ
তিনি আরও বলেন, “অভিনয়ের সেই সার্বিক ধারণা তাদের দেওয়া হচ্ছে। প্রতিটি জায়গায় আমাদের থিম রাখা হয়েছে রবীন্দ্রনাথ। এখানে তিন দিনে শিক্ষার্থীরা যা শিখছেন। সেই শিক্ষার উপর নির্ভর করেই শেষ দিন তাসের দেশ নাটকের কিছু অংশ মঞ্চস্থ করবেন তারা।”
সুস্মিতা গোস্বামী