Bangla News: রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রৌঢ়, তারপরের ঘটনা জানলে শিউড়ে উঠবেন!

Last Updated:

Bangla News: বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হল এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম দিলীপ পাল (৫৮)। বাড়ি বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের আমরাইলে।

রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রৌঢ়, তারপরের ঘটনা জানলে শিউড়ে উঠবেন!
রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রৌঢ়, তারপরের ঘটনা জানলে শিউড়ে উঠবেন!
দক্ষিণ দিনাজপুর: বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হল এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম দিলীপ পাল (৫৮)। বাড়ি বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের আমরাইলে। পেশায় তিনি কৃষক। সূত্রের খবর, এদিন স্থানীয়দের প্রথমে বিষয়টি নজরে আসে। জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। এরপর দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবার সূত্রে জানা যায়, মানসিকভাবে অসুস্থ ছিলেন ওই পৌঢ়। মাঝে মধ্যেই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটাতেন তিনি। তবে কী কারণে এইদিন ওই প্রৌঢ় আত্মহত্যা করল তা নিয়ে ধন্দে পরিবার।
advertisement
এবিষয়ে মৃতের ছেলে উজ্জ্বল পাল বলেন, গতকাল রাতে খাওয়া দাওয়ার পর সকলের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায় বাবা। এরপর আজ সকালে বাড়ির পাশে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাবা মানসিকভাবে অসুস্থ ছিল। সেই কারণেই হয়তো এমন ঘটনা ঘটিয়েছে।পাশাপাশি, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Bangla News: রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রৌঢ়, তারপরের ঘটনা জানলে শিউড়ে উঠবেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement