মৃত ব্যক্তির নাম রবি ওরাও। বয়স ষাট বছর। বাড়ি দক্ষিন দিনাজপুর জেলার তপনের অন্তশিমূল গ্রামে। বালুরঘাট হাসপাতাল পুলিশ মর্গে এদিন ওই মৃতদেহ ময়না তদন্তের জন্যে পাঠানো হয়। দিন চারেক আগে তার বুকে ব্যথা হওয়ায় সংশোধনাগার কর্তৃপক্ষ তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসে।
আরও পড়ুন: IIT-তে পড়ার সুযোগ পেয়েছিল আগেই, মহম্মদ ফিরোজ আলমের JEE অ্যাডভান্সড পরীক্ষায় চমকপ্রদ ফল
advertisement
সংশোধনাগার সূত্রে জানা যায়, রবি ওরাও বছর কয়েক আগে, নিজের জামাই বাবুকে খুনের অভিযোগে গ্রেপ্তার হন। বিচারাধীন অবস্থায় বালুরঘাট সংশোধনাগারে বন্দী ছিলেন তিনি।
আরও পড়ুন: মাদুর শিল্প চরম সংকটে! পাতি ঘাসের অভাবেই আগ্রহ হারাচ্ছে শিল্পীরা
প্রসঙ্গত, বালুরঘাট সংশোধনাগারে অন্য এক বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছিল। মৃতের বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুরে। এই খবর প্রকাশ্যে আসতেই উত্তেজিত বাসিন্দারা সাহাপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পাশাপাশি তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে শামিল হয়েছিল। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
মৃতের নাম মনিরুল হক। বয়স ৪৩ বছর। তার বাড়ি গোয়ালপোখরের দক্ষিণ সাহাপুরে। সে পেশায় চালক ছিলেন। গোয়ালপোখর থানার পুলিশ মাদক মামলায় (এনডিপিএস) তাকে গ্রেপ্তার করেছিল। তাকে বালুরঘাট জেলে রাখা হয়েছিল।
সুস্মিতা গোস্বামী