JEE Advanced Result 2023: IIT-তে পড়ার সুযোগ পেয়েছিল আগেই, মহম্মদ ফিরোজ আলমের JEE অ্যাডভান্সড পরীক্ষায় চমকপ্রদ ফল
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
সর্বভারতীয় জেইই অ্যাডভান্সড পরীক্ষায় সারা দেশে ৩২১ র্যাংক করল হেমতাবাদের মহম্মদ ফিরোজ আলম। আইআইটিতে পড়ার সুযোগ পেয়েছে এই কৃতী ছাত্র।
রায়গঞ্জ: সর্বভারতীয় জেইই অ্যাডভান্সড পরীক্ষায় সারা দেশে ৩২১ র্যাংক করল হেমতাবাদের মহম্মদ ফিরোজ আলম। আইআইটিতে পড়ার সুযোগ পেয়েছে এই কৃতী ছাত্র। তার সাফল্যে খুশির হাওয়া জেলায়।হেমতাবাদের শাসন গ্রামের বাসিন্দা ফিরোজ। ২০২১ সালে ৬৮৩ নম্বর পেয়ে সে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে।
এরপর বিজ্ঞান নিয়ে শাসনের রাধানাথ হাইস্কুলে ভর্তি হয়। ওই স্কুল থেকেই ফিরোজ এবছর উচ্চমাধ্যমিক পাশ করেছে। প্রাপ্ত নম্বর ৪৫১ উচ্চমাধ্যমিকের পাশাপাশি জেইই অ্যাডভান্সড পরীক্ষারও প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল সমানতালে। এবারই সে প্রথম পরীক্ষায় বসে।
advertisement
advertisement
ফল বের হলে দেখা যায়, রাধানাথ হাইস্কুলের ছাত্র মহম্মদ ফিরোজ আলম সর্বভারতীয় স্তরে ৩২১ র্যাংক করেছে। ওবিসিতে র্যাংক ৪৯। সর্বভারতীয় পরীক্ষায় গ্রামের ছেলের এমন সাফল্যে স্কুলের শিক্ষকদের পাশাপাশি খুশি বাসিন্দারাও।
advertisement
প্রসঙ্গত, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, (আইআইটি) গুয়াহাটি ১৮ জুন, জেইই অ্যাডভান্সড ২০২৩ ফলাফল ঘোষণা করেছে। ফলাফল সকাল ৯ টায় ঘোষণা করা হয়েছিল।
জেইই অ্যাডভান্সড ৪ জুন দুটি শিফটে অনুষ্ঠিত হয়েছিল। পেপার-১ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং পেপার-২ দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই বছর, প্রায় ১.৯৫ লক্ষ প্রার্থীকে IIT JEE অ্যাডভান্সড ২০২৩-এর জন্য যোগ্যতা অর্জন করেছিল।
advertisement
দেশের সেরা দশঃ
ভ্যাভিলালা চিদবিলাস রেড্ডি (আইআইটি হায়দ্রাবাদ জোন)
রমেশ সূর্য থেজা (আইআইটি হায়দ্রাবাদ)
ঋষি কালরা (আইআইটি রুরকি)
রাঘব গোয়াল (আইআইটি রুরকি)
আদ্দগাদা ভেঙ্কটা শিভারম (আইআইটি হায়দ্রাবাদ)
প্রভব খান্দেলওয়াল (আইআইটি দিল্লি)
বিক্কিনা অভিনব চৌধুরী (আইআইটি হায়দ্রাবাদ)
মালয় কেডিয়া (আইআইটি দিল্লি)
নাগিরেড্ডি বালাজি রেড্ডি (আইআইটি হায়দ্রাবাদ)
ইয়াকান্তি পানি ভেঙ্কটা মানেন্দর রেড্ডি (আইআইটি হায়দ্রাবাদ)
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 21, 2023 1:06 PM IST










