এই প্রথমবার নয়, একাধিকবার করা হয়েছে ভাতার জন্য আবেদন। ৮০ বছর বয়সেও পা টলমল অবস্থায় বার্ধক্য ভাতা, বিধবা ভাতার জন্য দাঁড়াতে হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পের লাইনে। তবুও মেলেনি সরকারি সুযোগ সুবিধা। রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলার পরেও তাহলে কেন এই বৃদ্ধরা ঠিকমত তাদের অধিকারের বার্ধক্য ভাতাটুকুও পাচ্ছেন না। এ যেন এক হতাশার চিত্র দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক গ্রামে।
advertisement
সিঁড়ি দিয়ে ঠিকমতো উপরে উঠতে পারেন না তারা, কিন্তু তারা প্রতিটি জায়গায় গিয়ে ভাতার জন্য আবেদন করে এসেছেন। তাদের বাড়ির অন্যান্য সদস্যরা জানালেন, যে বয়স্ক মানুষকে নিয়ে জায়গায় জায়গায় আবেদন করা খুবই কঠিন। কিন্তু তবুও করতে হচ্ছে। অথচ তারপরও মিলছে না কোনও পরিষেবাই। স্থানীয় পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান কিংবা বিডিও অফিসে দরখাস্ত পূরণ করেও সমস্যার সমাধান হয়নি আজও।
আরও পড়ুনঃ Panchayat Election 2023: স্বামী প্রাক্তন মাওবাদী কমান্ডার, স্ত্রী এবার পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী
রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নাকি মানুষের দুয়ারেই পৌঁছে যাচ্ছে পরিষেবা। রাজ্য সরকারের পক্ষ থেকে বারংবার বলা হয়েছে যে মানুষের সুবিধার জন্য এই দুয়ারে সরকার ক্যাম্পের ব্যবস্থা করেছেন। তাহলে কেন এই বৃদ্ধ মানুষেরা ঠিকমত তাদের অধিকারের বার্ধক্য ভাতাটুকুও পাচ্ছেন না। এই নিয়ে সকলের মনে উঠছে প্রশ্ন।
সুস্মিতা গোস্বামী