Panchayat Election 2023: স্বামী প্রাক্তন মাওবাদী কমান্ডার, স্ত্রী এবার পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Panchayat Election 2023: পুরুলিয়ার বলরামপুর ব্লকের ঘাটবেড়া-কেরোয়া গ্রামের বাসিন্দা নন্দ কুমার। এককালে অযোধ্যা স্কোয়াডের এরিয়া কমিটির কমান্ডার ছিলেন তিনি। পরবর্তীতে তিনি সমাজের মূল স্রোতে ফিরে আসেন। আর তার স্ত্রী তনুজা কুমার এবছর পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী হিসেবে ময়দানে নেমেছেন।
পুরুলিয়া: মাওবাদী অধ্যুষিত এলাকাগুলির মধ্যে অন্যতম ছিল পুরুলিয়া। এককালে মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল এই জেলা। অনেকেই এই সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে সমাজ পরিবর্তনের প্রচেষ্টা চালিয়ে গেছেন। আবার তাদের মধ্যে অনেকেই সমাজে মূল স্রোতে ফিরে এসেছেন। তেমনি একজন পুরুলিয়ার বলরামপুর ব্লকের ঘাটবেড়া-কেরোয়া গ্রামের বাসিন্দা নন্দ কুমার। এককালে অযোধ্যা স্কোয়াডের এরিয়া কমিটির কমান্ডার ছিলেন তিনি। পরবর্তীতে তিনি সমাজের মূল স্রোতে ফিরে আসেন। আর তার স্ত্রী তনুজা কুমার এবছর পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী হিসেবে ময়দানে নেমেছেন। রীতিমতো ভোট ময়দানের রণকৌশলী সাজাচ্ছেন তিনি।
এই বিষয়ে তনুজা কুমার জানান,পুরনো সমস্ত কথা মনে রাখতে চান না তিনি। গ্রামের মানুষের ইচ্ছাতেই পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন। মুখ্যমন্ত্রীর উন্নয়নকে সঙ্গে নিয়েই মানুষের জন্য কাজ করতে চান তিনি। জয়ের ব্যাপারে যথেষ্টই আত্মবিশ্বাসী তিনি। স্ত্রীর পঞ্চায়েতের ভোট যুদ্ধে পাশে থাকছেন একদা মাও নেতা নন্দ কুমারও। স্ত্রীকে ভোট চাওয়ার কৌশল শিখিয়ে দিচ্ছেন তিনি। এ বিষয়ে নন্দ কুমার বলেন,”পুরনো পথ ভুলে নতুন করে জীবন শুরু করেছি। এলাকার মানুষেরা আমার স্ত্রীকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন। যতটা সম্ভব স্ত্রীর পাশে থাকার চেষ্টা করছি।”
advertisement
advertisement
এককালে যিনি অস্ত্র হাতে ভোট বয়কটের কথা বলতেন। রাতের অন্ধকারে ভোট বয়কটের পোস্টার, ব্যানার ঝুলিয়ে দিতেন। সেই মাও এরিয়া কমিটির কমান্ডারের স্ত্রী-ই বলরামপুর ব্লকের ঘাটবেড়া-কেরোয়া গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর আসনে তৃণমূলের প্রার্থী। দেওয়াল লেখার তদারকি থেকে মিটিং-মিছিল, বাড়ি বাড়ি গিয়ে চালাচ্ছেন প্রচার। গণতন্ত্রের শরিক হতে এগিয়ে চলেছেন তিনি।
advertisement
প্রসঙ্গত, একটা সময় বাংলা-ঝাড়খণ্ডের পুলিশের ত্রাস ছিলেন এই নন্দ কুমার। ২০১০ সালের ১১ই আগস্ট বাঘমুন্ডির চড়িদা গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে তাকে। ২০১২ সালে জেল থেকে ছাড়া পান তিনি। তার বিরুদ্ধে ১৯টি মামলা ছিল। একটি মামলায় বেকসুর খালাস হলেও এখনও ১৮টি মামলা রয়েছে তার নামে। নিজের সমস্ত ভুল স্বীকার করে ফিরে আসেন তিনি। বর্তমানে রাজ্য সরকারের অধীনে হোম গার্ডের কাজ করেন। এককালে মাওবাদীদের রমরমা এলাকা ঘাটবেড়া আজ শান্ত স্নিগ্ধ।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 10:22 PM IST