বর্তমানে বিভিন্ন শহর থেকে জেলায় তৈরি হচ্ছে সেলফি জোন। নিজ শহর বা জেলার নামেই সেই সেলফি জোন তৈরি করা হচ্ছে। বালুরঘাটবাসীরও দীর্ঘদিনের দাবি ছিল বালুরঘাট শহরের এমন একটি সেলফি জোন তৈরি করার। এনিয়ে জেলাবাসীর তরফে পুরসভার কাছে প্রস্তাব দেওয়া হয়। অনেক আগেই সেলফি জোন তৈরীর জন্য বালুরঘাট শহরের সার্কিট হাউজ সংলগ্ন শিশু উদ্যানের সামনের জায়গা দেখা হয়।
advertisement
আরও পড়ুন ঃ সফ্ট আইসক্রিম কীভাবে তৈরি হয়? হুহু করে বিকোচ্ছে! জানুন
পুরসভা সূত্রে জানা গেছে, এই সেলফি জোন তৈরি করতে বিভিন্ন ধাপে টাকা বরাদ্দ করা হয়েছে৷ পুরসভা সূত্রে খবর টাকার পরিমাণ সবমিলিয়ে প্রায় তিন লাখ। অন্যান্য জায়গায় প্লাস্টিক বা ওই জাতীয় কোন জিনিস দিয়ে এই সেলফির জোন তৈরি করা হয়েছে৷ তবে এর মধ্যে কেটে গেছে বেশ কয়েকটা মাস। অবশেষে বালুরঘাট পুরসভার তরফ থেকে শুরু হয়েছে সেলফি জোন তৈরির কাজ।
তবে বালুরঘাট পুরসভা ভিন্ন ধরণের পুরো কংক্রিটের সেলফি জোন তৈরি করছে। কংক্রিটের কাজ শেষ হলে পরে সেখানে বসবে নানা ধরনে পাথর ও টাইলস। এরপর সেখানে বসবে অত্যাধুনিক মানের আলো। যা তৈরি হওয়ার পর বালুরঘাটবাসীর আরও নজর কাড়বে।
এ বিষয়ে বালুঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র বলেন, আই লাভ বালুরঘাট লেখা সেলফি জোন বালুরঘাট শহরে তৈরি করার দাবি বালুঘাটবাসীর দীর্ঘদিনের ছিল। সেই মত শিশু উদ্যানের সামনে আই লাভ বালুরঘাট সেলফি জোন তৈরি করা হচ্ছে। পুরোদমে কাজ চলছে। ওই কাজ পরিদর্শন করেছি। আশা করছি খুব দ্রুত এই সেলফি জোন বালুরঘাটবাসীর জন্য উপহার দিতে পারব।
সুস্মিতা গোস্বামী