আরও পড়ুন: কালিয়াগঞ্জে সিএডিসি কীভাবে মাছের চারা চাষ করে দেখুন
প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছিল কুমারগঞ্জের বটুন-২ নম্বর সংসদে প্রায় সাড়ে আটশো মিটার রাস্তা। এই কাজের বরাত পেয়েছে পশ্চিমবঙ্গ কৃষি শিল্প নিগম নামে এক ঠিকাদার সংস্থা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, নিম্নমানের কাজ হচ্ছিল। সেই কাজের প্রতিবাদ করলে এলাকার এক যুবকের উপর চড়াও হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। যদিও গ্রামবাসীদের এই অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্য।
advertisement
ইংরেজিতে শিডিউল তৈরি করায় গ্রামবাসীরা রাস্তার কাজ সম্বন্ধে ঠিকঠাক বুঝতে পারছিলেন না। সেই সুযোগে ওই ঠিকাদার নিম্নমানের কাজ করছিল বলে অভিযোগ উঠেছে। এমনকি গ্রামবাসীরা প্রতিবাদ জানালেও তাঁদের কথায় কর্নপাত না করে কাজ চলতে থাকে বলে অভিযোগ। এরপরই সর্ব হন গ্রামবাসীদের একাংশ। তখন ঠিকাদারের পাশে দাঁড়িয়ে বাসিন্দাদের বিরুদ্ধেই রুখে দাড়ান তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য রবি পাহান। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় প্রতিবাদকারী যুবক প্রীতম ঘোষকে, এমনটাই অভিযোগ উঠেছে। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে ওই পঞ্চায়েত সদস্য দাবি করেন, ইচ্ছাকৃতভাবে ঠিকাদারের উপর চাপ বাড়ানোর চেষ্টা চলছে।
সুস্মিতা গোস্বামী