কয়েকদিন আগেই, রাতারাতি চকবলরাম উঠে এসেছিল গণমাধ্যমের মুল খবরে৷ দণ্ডী কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দেশ-জুড়ে কার্যত বিতর্ক তৈরি হয়৷ তাই নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়ে শাসক দল। তার পরে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্যাতিতার বাড়িতে যান৷ তাই নিয়ে অনেক জলঘোলা হয়৷
আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
advertisement
আরও পড়ুন: গণনার শুরুতেই বিস্ফোরক শুভেন্দু অধিকারী! আনলেন অভিষেকের ডায়মন্ড হারবারের নাম
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দণ্ডী-কাণ্ডে অন্যতম নির্যাতিতা শিউলি মার্ডিকেই এ বার পঞ্চায়েতে প্রার্থী করেছিল শাসকদল তৃণমূল। তবে, জেলার রাজনৈতিক মহল দাবি করেছিল, দণ্ডী কাণ্ডের প্রায়শ্চিত্ত করতেই শিউলি মার্ডিকে প্রার্থী করা হয়েছিল। দণ্ডীর নিদান দেওয়া নেত্রীকে শাস্তিও দেয় তৃণমূল৷ কিন্তু প্রার্থী করার পর শিউলি জিতবেন কী না, তা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়৷
সূত্রের খবর, এদিন গণনার শেষে গোফানগর গ্রাম পঞ্চায়েতের ৭১ নম্বর চক বলরাম আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী শিউলি মার্ডি। এরপরেই জয়ের উচ্ছ্বাস সমগ্র আদিবাসীর সমাজ জুড়ে। সঙ্গে আবির খেলায় মেতেছেন সকলে। জয়ী তৃণমূল প্রার্থী শিউলি মার্ডি জানান, “তৃণমূল কংগ্রেস এলাকার উন্নয়ন, রাস্তাঘাট ও মানুষের কাজ করেছে। আমি এলাকার মানুষের উন্নয়ন করতে চাই। সমগ্র আদিবাসীর সমাজ তার পক্ষে যেমন ছিলেন, আগামীদিনেও থাকবে বলে তিনি আশাবাদী।”
সুস্মিতা গোস্বামী