Suvendu Adhikari: গণনার শুরুতেই বিস্ফোরক শুভেন্দু অধিকারী! আনলেন অভিষেকের ডায়মন্ড হারবারের নাম

Last Updated:

Suvendu Adhikari: গণনা কেন্দ্রে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের এজেন্টরা ঢোকার পরেই গণনা শুরু করার দাবি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ
শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ডায়মন্ড হারবার, কেশপুর, গলসি, কাটোয়া সহ রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রে গণনা স্থগিত রাখার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটের মাধ্যমে রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান শুভেন্দু। গণনা কেন্দ্রে বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।
গণনা কেন্দ্রে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের এজেন্টরা ঢোকার পরেই গণনা শুরু করার দাবি তোলেন বিরোধী দলনেতা। ডায়মন্ড হারবার মডেল খোঁচা দিয়ে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। গণনা কেন্দ্রের ১ থেকে ২ কিলোমিটার আগেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি ও গা-জোয়ারি করে বিরোধী রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টের গণনা কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু। বিরোধী কাউন্টিং এজেন্টদের মারধর করার গুরুতর অভিযোগেও সরব শুভেন্দু অধিকারী।
advertisement
advertisement
advertisement
পঞ্চায়েত ভোটের গণনা শুরু হতেই অশান্তি শুরু হয়েছে নানা জায়গায়। গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা। ডায়মন্ড হারবারে ফকিরচাঁদ কলেজে বোমাবাজি। বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। গণনা স্থগিতের দাবি শুভেন্দু অধিকারীর।
advertisement
এরপরই ট্যুইটে শুভেন্দু অধিকারী লেখেন,’গণনার দিনও ডায়মন্ড হারবার মডেল পুরোদমে কার্যকর রয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা জনাদেশ চুরির মরিয়া চেষ্টা চালাচ্ছে। বিজেপি সহ বিরোধী প্রার্থী ও এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। এজেন্টদের ভয় দেখাতে বোমাবাজি, মারধর, এমনকি অপহরণ করা হচ্ছে। ফকিরচাঁদ কলেজ, কেশপুর, গলসি, কাটোয়া সহ একাধিক গণনাকেন্দ্রে বিরোধীরা ঢুকতে পারছেন না। নির্বাচন কমিশন অবিলম্বে গণনা বন্ধ করে বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢোকা নিশ্চিত করুক।’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: গণনার শুরুতেই বিস্ফোরক শুভেন্দু অধিকারী! আনলেন অভিষেকের ডায়মন্ড হারবারের নাম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement