Suvendu Adhikari: গণনার শুরুতেই বিস্ফোরক শুভেন্দু অধিকারী! আনলেন অভিষেকের ডায়মন্ড হারবারের নাম
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Suvendu Adhikari: গণনা কেন্দ্রে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের এজেন্টরা ঢোকার পরেই গণনা শুরু করার দাবি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ডায়মন্ড হারবার, কেশপুর, গলসি, কাটোয়া সহ রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রে গণনা স্থগিত রাখার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটের মাধ্যমে রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান শুভেন্দু। গণনা কেন্দ্রে বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।
গণনা কেন্দ্রে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের এজেন্টরা ঢোকার পরেই গণনা শুরু করার দাবি তোলেন বিরোধী দলনেতা। ডায়মন্ড হারবার মডেল খোঁচা দিয়ে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। গণনা কেন্দ্রের ১ থেকে ২ কিলোমিটার আগেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি ও গা-জোয়ারি করে বিরোধী রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টের গণনা কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু। বিরোধী কাউন্টিং এজেন্টদের মারধর করার গুরুতর অভিযোগেও সরব শুভেন্দু অধিকারী।
advertisement
The “Diamond Harbour Model” is in full swing on the Counting Day also. TMC goons are making the last desperate attempt to steal the Elections by obstructing the Counting Agents & Candidates of @BJP4Bengal and other opposition political parties from entering the Counting Hall.… pic.twitter.com/04WOGw4vHv
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 11, 2023
advertisement
advertisement
পঞ্চায়েত ভোটের গণনা শুরু হতেই অশান্তি শুরু হয়েছে নানা জায়গায়। গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা। ডায়মন্ড হারবারে ফকিরচাঁদ কলেজে বোমাবাজি। বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। গণনা স্থগিতের দাবি শুভেন্দু অধিকারীর।
advertisement
এরপরই ট্যুইটে শুভেন্দু অধিকারী লেখেন,’গণনার দিনও ডায়মন্ড হারবার মডেল পুরোদমে কার্যকর রয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা জনাদেশ চুরির মরিয়া চেষ্টা চালাচ্ছে। বিজেপি সহ বিরোধী প্রার্থী ও এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। এজেন্টদের ভয় দেখাতে বোমাবাজি, মারধর, এমনকি অপহরণ করা হচ্ছে। ফকিরচাঁদ কলেজ, কেশপুর, গলসি, কাটোয়া সহ একাধিক গণনাকেন্দ্রে বিরোধীরা ঢুকতে পারছেন না। নির্বাচন কমিশন অবিলম্বে গণনা বন্ধ করে বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢোকা নিশ্চিত করুক।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 11:14 AM IST