TRENDING:

Kanyashree Prakalpa: কন্যাশ্রী প্রকল্পের ১০ বছর পূর্তি, আয়োজিত হল মেয়েদের ফুটবল টুর্নামেন্টে

Last Updated:

১৪ই আগষ্ট সারা রাজ্য জুড়ে কন্যাশ্রী দিবস পালন করা হয়। কন্যাশ্রী দিবসকে সামনে রেখেই দক্ষিণ দিনাজপুর জেলার ১০টি কন্যাশ্রী ক্লাবের মেয়েদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। ১৪ই আগষ্ট সারা রাজ্য জুড়ে কন্যাশ্রী দিবস পালন করা হয়। এবছর কন্যাশ্রী প্রকল্পের ১০ বছর পূর্তি। সেই উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। ফলস্বরূপ, স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকেও কন্যাশ্রী দিবস উপলক্ষে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। কন্যাশ্রী দিবসকে সামনে রেখেই দক্ষিণ দিনাজপুর জেলার ১০টি কন্যাশ্রী ক্লাবের মেয়েদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।
advertisement

এদিন সকালে দক্ষিণ দিনাজপুর জেলার স্থানীয় বালুরঘাট পুলিশ লাইন মাঠে এই ফুটবল টুর্নামেন্টের শুভারম্ভ হয়। যার শুভ সূচনা করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা ও জেলা পুলিশ সুপার রাহুল দে। ফুটবলে প্রথম কিক মেরে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধবোধন করেন দক্ষিন দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা। এই টুর্নামেন্ট দুদিন যাবত চলবে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ পড়া পড়া খেলা! প্রকৃতির মাঝেই শিক্ষাদান পিছিয়ে পড়া শিশুদের

এছাড়া এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এই ফুটবল টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে কন্যাশ্রী টুর্নামেন্ট। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফুটবল টুর্নামেন্ট এর শুভারম্ভ হল বালুরঘাটে। দ্বিতীয় দিন বিকেলে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

advertisement

View More

দক্ষিন দিনাজপুর জেলার ৮ টি ব্লক ও ২টি মিউনিসিপ্যালটি মিলিয়ে মোট ১০ টি টিম অংশগ্রহন করছে এই ফুটবল টুর্নামেন্টে। অর্থাৎ, প্রত্যেক স্কুলের পড়ুয়ারা ব্লক স্তরে টিম করে এই খেলায় অংশগ্রহণ করেছে৷ পাশাপাশি এইদিনের ফুটবল টুর্নামেন্টকে উপভোগ করতে প্রচুর সাধারণ মানুষদের ভিড় জমাতে দেখা যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Kanyashree Prakalpa: কন্যাশ্রী প্রকল্পের ১০ বছর পূর্তি, আয়োজিত হল মেয়েদের ফুটবল টুর্নামেন্টে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল