এদিন সকালে দক্ষিণ দিনাজপুর জেলার স্থানীয় বালুরঘাট পুলিশ লাইন মাঠে এই ফুটবল টুর্নামেন্টের শুভারম্ভ হয়। যার শুভ সূচনা করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা ও জেলা পুলিশ সুপার রাহুল দে। ফুটবলে প্রথম কিক মেরে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধবোধন করেন দক্ষিন দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা। এই টুর্নামেন্ট দুদিন যাবত চলবে বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ পড়া পড়া খেলা! প্রকৃতির মাঝেই শিক্ষাদান পিছিয়ে পড়া শিশুদের
এছাড়া এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এই ফুটবল টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে কন্যাশ্রী টুর্নামেন্ট। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফুটবল টুর্নামেন্ট এর শুভারম্ভ হল বালুরঘাটে। দ্বিতীয় দিন বিকেলে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
দক্ষিন দিনাজপুর জেলার ৮ টি ব্লক ও ২টি মিউনিসিপ্যালটি মিলিয়ে মোট ১০ টি টিম অংশগ্রহন করছে এই ফুটবল টুর্নামেন্টে। অর্থাৎ, প্রত্যেক স্কুলের পড়ুয়ারা ব্লক স্তরে টিম করে এই খেলায় অংশগ্রহণ করেছে৷ পাশাপাশি এইদিনের ফুটবল টুর্নামেন্টকে উপভোগ করতে প্রচুর সাধারণ মানুষদের ভিড় জমাতে দেখা যায়।
সুস্মিতা গোস্বামী