আরও পড়ুন: বর্ষার বৃষ্টি থেকে পাখিদের বাঁচাতে মানুষ তার হয়ে গাছে বাঁধবে বাসা!
স্থানীয় সূত্রের খবর শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার বাগিচাপুর পঞ্চায়েতের ধোলাহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। টোটোর ধাক্কায় মৃত বৃদ্ধের নাম লক্ষণ কর্মকার (৬৭)। তাঁর বাড়ি ধোলাহাট এলাকাতেই। ওই বৃদ্ধকে ধাক্কা মেরে টোটো’টিও দুমড়ে মুচড়ে যায়।
advertisement
টোটোর ধাক্কায় ওই বৃদ্ধ মারাত্মক আহত হলে সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে হরিরামপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরিস্থিতির অবনতি হলে তাঁকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই বৃদ্ধের। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ দুপুরেই হাসপাতালে পৌঁছে ময়নাতদন্তের জন্য ওই বৃদ্ধের দেহ নিয়ে যায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
সুস্মিতা গোস্বামী