Nadia News: বর্ষার বৃষ্টি থেকে পাখিদের বাঁচাতে মানুষ তার হয়ে গাছে বাঁধবে বাসা!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
রবিবার থেকে প্রতিদিন সকালে তাঁরা আশেপাশের বনগুলিতে গিয়ে দেখবেন কোনও পাখি বাসা বেঁধে আছে কিনা। কোনও পাখির বাসা নজরে এলে তাকে বিজ্ঞানসম্মত উপায়ে মাটির হাঁড়ির মধ্যে বাসা তৈরি করে দেওয়া হবে।
নদিয়া: ঝড়-বৃষ্টিতে বড় ক্ষতির মুখে পড়ে পাখিরা। তাদের ছোট্ট হালকা বাসা উড়ে যাওয়ায় থাকার জায়গা থাকে না। অনেক সময় সদ্যজাত পাখি সহ উড়ে যায় খরকুটোর বাসা। ঝড় বৃষ্টিতে বহু পাখির মৃত্যু হতেও দেখা যায়। সামনেই আসছে বর্ষাকাল। আর তাই পাখিদের সুরক্ষিত রাখতে এগিয়ে এল নবদ্বীপের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন।
বাবুই পাখি শিল্পী পাখি। তার বাসা দেখার মত হয়। কিন্তু বাকি পাখিরা বাবুই পাখির মতো সুন্দর বাসা তৈরি করতে না পারলেও খড়কুটো, গাছের শুকনো ডালপালা দিয়ে তারা নিজেদের মতো করে থাকার জায়গা করে নেয়। তার উপর পাখিদের এখন ডিম পাড়ার মরশুম। কিন্তু তুমুল ঝড় বৃষ্টিতে পাখিদের পরিবার সুরক্ষিত থাকে না। আর তাই নবদ্বীপে পাখিদের বাঁচাতে মাটির হাঁড়ির মধ্যে তাদের বাসা তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হল।
advertisement
advertisement
শহরের মহাশ্মশান ও কর্মমন্দির ক্লাবের মাঠের পার্শ্ববর্তী এলাকায় এই উপলক্ষে আয়োজিত হল এক সচেতনতামূলক অনুষ্ঠান। সেখানে এলাকার প্রাতভ্রমনকারী, লাফিং ক্লাব সহ কয়েকটি সংগঠনের সদস্যরা ঠিক করেছেন, রবিবার থেকে প্রতিদিন সকালে তাঁরা আশেপাশের বনগুলিতে গিয়ে দেখবেন কোনও পাখি বাসা বেঁধে আছে কিনা। কোনও পাখির বাসা নজরে এলে তাকে বিজ্ঞানসম্মত উপায়ে মাটির হাঁড়ির মধ্যে বাসা তৈরি করে দেওয়া হবে। যাতে ঝড় বৃষ্টিতেও প্রাণে বেঁচে যায় ওই পাখিরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিস চক্রবর্তী সহ বহু বিশিষ্ট জন।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2023 4:16 PM IST