South 24 Parganas News: উড়ালপুলে ওঠার আগেই না প্রাণটা চলে যায়! আশঙ্কায় কাঁটা বারুইপুর
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
রাস্তার যেখানে সেখানে অবহেলায় নির্মাণ সামগ্রী ফেলে রাখায় মাঝেমধ্যেই ছোটখাট দুর্ঘটনা ঘটছে। কিন্তু বর্ষাকালে রাস্তা আরও বিপজ্জনক হয়ে উঠলে বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে বলে আশঙ্কা।
দক্ষিণ ২৪ পরগনা: যানজটের সমস্যা দূর করতে বারুইপুরে তৈরি হয়েছে উড়ালপুল। কিন্তু যা অবস্থা তাতে উড়ালপুলে ওঠার আগেই না খান কতক প্রাণ চলে যায়! ব্যস্ত রাস্তার মধ্যে যেভাবে যত্রতত্র ইমারতি দ্রব্য পড়ে আছে, তাতে যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছে বারুইপুরের সাধারণ মানুষ।
এলাকার ইমারতীর দ্রব্য কারবারিদের গাজোয়ারি মনোভাবে বেশ ক্ষুব্ধ বারুইপুরবাসী। তাঁদের অভিযোগ, রাস্তার যেখানে সেখানে অবহেলায় নির্মাণ সামগ্রী ফেলে রাখায় মাঝেমধ্যেই ছোটখাট দুর্ঘটনা ঘটছে। কিন্তু বর্ষাকালে রাস্তা আরও বিপজ্জনক হয়ে উঠলে বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে বলে আশঙ্কা। অথচ এই রাস্তা ধরেই নিত্য যাতায়াত জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের। কিন্তু সব দেখেও তারা চুপ থাকায় বিস্মিত এলাকাবাসী।
advertisement
advertisement
পদ্মপুকুরের সোনারতরীর দিক থেকে উড়ালপুল ধরে এগিয়ে এলেই চোখে পড়বে রাস্তার পাশে ঢাঁই হয়ে মাটি পড়ে আছে। এছাড়াও বালি, ইট জমা হয়ে থাকতেও দেখা যায়। এর সামনে-পিছনে পুলিসের গাড়ি, আমজনতার গাড়ি বেআইনিভাবে পার্কিং করে দাঁড়িয়ে থাকে। এতে উড়ালপুলে বড় গাড়ির যাতায়াতের জায়গাও ছোট হয়ে যাচ্ছে।
এলাকার বাসিন্দারা বলেন, পুর প্রশাসন ও পুলিস কেউ দেখেও দেখছে না। ফলে সমস্যার সমাধান অধরা। বৃষ্টির সময় রাস্তার পাশে পড়ে থাকা মাটি, বালি ধুয়ে যায়। তাতে পিচ্ছিল হয়ে পরের রাস্তা। এমন রাস্তা দিয়ে বর্ষার রাতে বাড়ি ফিরতে গিয়ে অনেকেই দুর্ঘটনার মুখে পড়েছেন। এলাকার মানুষের প্রশ্ন, বড় কোনও কিছু একটা ঘটলে তবেই কি প্রশাসনের টনক নড়বে?
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2023 3:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: উড়ালপুলে ওঠার আগেই না প্রাণটা চলে যায়! আশঙ্কায় কাঁটা বারুইপুর