বালুরঘাটবাসীর উইকএন্ড ডেস্টিনেশন গুলির মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে আত্রেয়ীর ড্যাম। পড়ন্ত বিকেল হলেই ভিড় জমান এখানে৷ রাজ্য সরকারের পর্যটন দফতরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন পর্যটনস্থলগুলিকে সাজানো হচ্ছে।সেই মতন সেজে উঠবে আত্রেয়ী নদীর ড্যাম সংলগ্ন বাঁধ এলাকা।
নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই সেখানে তৈরি হবে একাধিক কিছু। পাশাপাশি,নদীতে জলস্তর বৃদ্ধি পেতেই রকমারি মাছের আনাগোনা বেড়েছে।তাই মাছ প্রেমী থেকে সাধারণ মানুষ, দেখা গেছে মাছ ধরতে ব্যস্ত। মানুষের ভিড়ে পুরো এলাকা একটি উৎসবমুখর পরিবেশ হয়ে উঠেছে। দূর-দূরান্ত থেকে অনেকে এসেছেন এই নবনির্মিত ড্যাম পরিদর্শন করতে।
advertisement
আরও পড়ুনঃ কিছুক্ষণেই বদলে যাবে আবহাওয়া, ঝেঁপে বৃষ্টির সতর্কতা ‘এই’ জেলাগুলিতে, জানাল হাওয়া অফিস
অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের দলও ঘুরতে আসছে বাঁধ এলাকায়। নদী তীরের নয়নাভিরাম পরিবেশ আর মানুষের মিলন মেলার আদলে দেখা মিলেছে। আত্রেয়ী নদী ড্যামের সৌন্দর্যের পাশাপাশি দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে আত্রেয়ীর স্বচ্ছ জলরাশি। ইট-পাথরের নগরজীবন থেকে মুক্ত পরিবেশে আত্রেয়ী নদীর পাড় হাজারও দর্শনার্থীর মিলনমেলায় রূপ নিয়েছে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে স্নিগ্ধ বাতাসে প্রাণভরে নিশ্বাস নিচ্ছেন বিনোদনপ্রেমীরা।
সুস্মিতা গোস্বামী