পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মনোরঞ্জন হেমব্রম(৩১)। বাড়ি বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খানপুরে। মৃত ওই যুবক কৃষি কাজের পাশাপাশি দিনমজুরের কাজও করতেন। এর আগেও একবার ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
তবে, এইদিন কী কারণে ওই যুবক আত্মহত্যা করলেন তা নিয়ে ধন্দে পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। কী কারণে ওই যুবক আত্মহত্যা করলেন, তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
advertisement
এ বিষয়ে মৃতের দাদা অজয় হেমব্রম বলেন, কাল অনেক রাতে কাজ সেরে ঘুমিয়েছি। সকালে চিৎকার চেঁচামেচি শুনে উঠে দেখি ভাই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সবার সঙ্গে ভাল ব্যবহার করত৷ কথা বার্তাও খুব ভাল ছিল।কিছুই বুঝতে পারছি না।কী কারণে সে এমনটা করল।
সুস্মিতা গোস্বামী