TRENDING:

South Dinajpur News : গাছের মধ্যে ঝুলছে ‌যুবকের দেহ! খুন না আত্মহত্যা, দানা বাঁধছে রহস্য

Last Updated:

বাড়ি থেকে কিছুটা দূরে গাছ থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। এই ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম মনোরঞ্জন হেমব্রম(৩১)। বাড়ি বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খানপুরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বালুরঘাট :বাড়ি থেকে কিছুটা দূরে গাছ থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। এই ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মনোরঞ্জন হেমব্রম(৩১)। বাড়ি বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খানপুরে। মৃত ওই যুবক কৃষি কাজের পাশাপাশি দিনমজুরের কাজও করতেন। এর আগেও একবার ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

তবে, এইদিন কী কারণে ওই যুবক আত্মহত্যা করলেন তা নিয়ে ধন্দে পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। কী কারণে ওই যুবক আত্মহত্যা করলেন, তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

advertisement

View More

এ বিষয়ে মৃতের দাদা অজয় হেমব্রম বলেন, কাল অনেক রাতে কাজ সেরে ঘুমিয়েছি। সকালে চিৎকার চেঁচামেচি শুনে উঠে দেখি ভাই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সবার সঙ্গে ভাল ব্যবহার করত৷ কথা বার্তাও খুব ভাল ছিল।কিছুই বুঝতে পারছি না।কী কারণে সে এমনটা করল।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News : গাছের মধ্যে ঝুলছে ‌যুবকের দেহ! খুন না আত্মহত্যা, দানা বাঁধছে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল