“চলার পথে ছোট্ট বিরতি নিয়ে নতুন উদ্যোমে চলার নাম জীবন। নতুন সম্ভাবনার সাথে প্রতিষ্ঠিতের মেলবন্ধন এই এবারের অনুরণন” এই উক্তিকে সামনে রেখেই কর্মশালার আয়োজন করা হয় এদিন। বিশেষজ্ঞদের দাবি, করোনা কালে দীর্ঘ সময় গৃহবন্দি থেকে ছোটদের মানসিক ও বোধের বিকাশ বাধাপ্রাপ্ত হয়েছে। কমেছে মনঃসংযোগ, বেড়েছে মোবাইল ও টিভির প্রতি আসক্তি, এর পরিণাম নিয়ে চিন্তায় সকল অভিভাবকগণ।
advertisement
আরও পড়ুন ঃ বিপন্ন অর্কিড বাঁচানোর তাগিদে লড়ছেন আশিসবাবু
ছোটদের মধ্যে এই প্রবণতা দূর করতে এই নয়া উদ্যোগ গ্রহণ অনুরণনের। এদিন এই কর্মশালার মাধ্যমে শিশুদের মিউজিকের সঙ্গে পরিচিতি ঘটিয়ে সঙ্গীতের নতুন ধারায় শিক্ষাদান করানো হচ্ছে। এতে, ছোটদের মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের ভীতি কাটবে। কিশোর কিশোরীরা দুদিনের এই কর্মশালায় বিভিন্ন বাদ্যযন্ত্র এর মাধ্যমে তালিম নিচ্ছে। চর্চা করছে সঙ্গীতের। শিখতে পেরেছে নতুন ঘরানায় সঙ্গীত পরিবেশন।
এই কর্মশালায় ৩ থেকে ১৫ বছরের শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ চলছে সকাল ১০টা থেকে রাত পর্যন্ত। অভিভাবকদের পক্ষ থেকে জানা যায়, বালুরঘাটে এই ধরনের উদ্যোগ তেমন ভাবে নেওয়া হয় না বললেই চলে। এ ধরনের উদ্যোগ নিলে বাচ্চাদের যে স্টেজে উঠে ভীতির সম্মুখীন হতে হয় তা কাটিয়ে উঠতে পারবে। আগে থেকে স্টেজে উঠিয়ে গান শেখানো কিংবা কিভাবে পারফরম্যান্স করতে হয় এ সমস্ত বিষয়ে খুঁটিনাটি জানলে, পরে বড় কোন জায়গায় গিয়ে এই ধরনের সমস্যায় পড়তে হবে না।
সুস্মিতা গোস্বামী