আরও পড়ুনঃ ফুটবে যৌবন, সর্দি-কাশি-বুকের কফ থেকে চিরতরে নিস্তার! একাই একশো ম্যাজিক ‘এই’ জল
টিভির পর্দায় সুস্মিতা সেন ও ঐশ্বর্য রাইকে মডেলিংয়ে খেতাব অর্জন করা দেখে ছোট থেকেই মডেলিং নিয়ে আগ্রহ জন্মায় স্কুল পড়ুয়া আদৃতার। পরবর্তী সময়ে এর প্রতি ভালবাসা তৈরি হবার পর থেকেই বিভিন্ন জায়গায় সে অংশগ্রহণ করতে শুরু করে। মা অর্পিতা সাহা চৌধুরীর হাত ধরে এর আগে একাধিক ছোট বড় মডেলিংয়ে অংশগ্রহণ করে সফলতা এনেছিল আদৃতা।পড়াশোনার ফাঁকে নাচ, গান করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মডেলিংয়ের ব্যাপারে সবসময় খোঁজখবর রাখতেন আদৃতা।
advertisement
ঠিক সেই হিসাবেই গত অক্টোবর মাসে এফ বি শ্রী সুন্দরী এফ এস এস ফ্যাশন শোতে অনলাইনে আবেদন করেছিল সে। এরপরেই সবুজ সংকেত মিলতেই মা ও বাবাকে নিয়ে মালদায় ছুটে গিয়েছিল আদৃতা। যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার পাশাপাশি অসম, উড়িষ্যা সহ একাধিক রাজ্যের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। এ বিষয়ে আদৃতা সাহা চৌধুরী বলেন, “পড়াশোনার পাশাপাশি ছোট থেকে মডেলিং করার খুব ইচ্ছে। সেই থেকেই আজ এই জায়গায় পৌঁছানো।” এমনকী ইতিমধ্যেই মডেলিং দুনিয়ায় ছোট বড় ছেলে মেয়েদের নিয়ে গ্রুমিং করা শুরু করেছেন আদৃতা।
সুস্মিতা গোস্বামী