দক্ষিণ দিনাজপুরের পঞ্চায়েত ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিয়োগ করা হয়েছে প্রায় ৮ হাজার ভোট কর্মী। এছাড়াও ৩০ শতাংশ ভোট কর্মীকে রিজার্ভে রেখেছে জেলা প্রশাসন। ভোট কর্মীদের বুথে নিয়ে যাওয়া, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া সহ ভোট সংক্রান্ত নানান কাজের জন্য দেড় হাজার গাড়ি রেখেছে জেলা প্রশাসন। ১৪২ জন সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে। একজন জেলা অবজার্ভারের সঙ্গে আরও চারজন অতিরিক্ত অবজার্ভার নিয়োগ করা হয়েছে। এই চারজন অতিরিক্ত অবজার্ভার দুটি করে ব্লকের দায়িত্বে থাকবেন।
advertisement
আরও পড়ুন: সকাল পেরিয়ে বিকেলেও ডিসিআরসি-তে ভোট কর্মীদের ভিড়
রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দক্ষিণ দিনাজপুরে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৬৪ টি। সেখানে মোট আসনের সংখ্যা ১,৩০৮। জেলায় পঞ্চায়েত সমিতি আছে ৮ টি। সমিতির মোট আসন সংখ্যা ১৪৯। দক্ষিণ দিনাজপুরে জেলা পরিষদের মোট আসন ২১। এবারের পঞ্চায়েত নির্বাচনে জেলায় ভোট দেবে ১১ লক্ষ ৫৭ হাজার ৭১৭ জন ভোটার। এরমধ্যে পুরুষ ৫,৯৩,২৭১ জন, মহিলা ৫,৬৪,৪০৭ জন ও তৃতীয় লিঙ্গ ৩৯ জন।
জেলায় মোট ভোট গ্রহণ কেন্দ্র ১,২২৩ টি। জেলায় মোট ১৬ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশ থাকছে ১,৫০০ জন। মোট স্পর্শকাতর ভোটকেন্দ্রের সংখ্যা ১৯৩। মোট প্রার্থী ৫,০৮৪ জন।
সুস্মিতা গোস্বামী