আরও পড়ুন: ‘ডাং’ পুতুল দক্ষিণ ২৪ পরগনার নিজস্ব ঐতিহ্য, জানেন সেটা কেমন হয়?
পার্কে আসা খুদেরা এই টয় ট্রেন বন্ধ থাকার কারণে বিনোদনের রস আস্বাদনের পরিষেবা থেকেও বঞ্চিত হয়। যার জেরে বালুরঘাটের শিশুদের অভিভাবকেরা দ্রুত টয়ট্রেন সারাই করে শিশুদের বিনোদনের পথ খুলে দেওয়ার দাবি তুলেছিলেন। এই বিষয়ে অবশেষে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল বালুরঘাট পুরসভা। ইতিমধ্যেই টয় ট্রেন, মিকি মাউস, বোটিং সহ একাধিক সরঞ্জামকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে পুর কর্তৃপক্ষ।
advertisement
বনলতা পার্কে খারাপ টয়ট্রেন ছাড়িয়ে চালু করার জন্য ৯ লক্ষ টাকা অর্থ বরাদ্দ করেছে পুরসভা। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। শহরের বাকি পুর পার্কগুলোর হাল ফেরানোর জন্যও টেন্ডার পাস হয়েছে। দ্রুত সেগুলোয় কাজ শুরু হবে। আগামী দিনে বনলতা পার্কে বোটিং সিস্টেম চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন পার্কের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর অনুজ সরকার।
বালুরঘাটের পুরপ্রধান অশোক মিত্র জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য উদ্যানের অবদান অপরিসীম। মোবাইল ফোনে বন্দি না থেকে তাদের ছুটোছুটির প্রয়োজন। তাই উদ্যানে গিয়ে বিভিন্ন খেলার যন্ত্রপাতি নিয়ে তারা যাতে মন মতো খেলতে পারে তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সুস্মিতা গোস্বামী