আরও পড়ুন: দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই চালক, গুরুতর আহত আরও দু’জন
দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে বালুরঘাট-হিলি রেল সম্প্রসারণের কথা ঘোষণা হয়েছে। তাতে খুশি গোটা জেলার মানুষ। জেলাবাসীর ধারণা বালুরঘাটের সঙ্গে হিলির রেলপথ যোগাযোগ স্থাপিত হলে অর্থনৈতিক দিক থেকে দক্ষিণ দিনাজপুর অনেকটাই এগিয়ে যাবে। পাশাপাশি, ব্যবসায়ীদের পক্ষ থেকে হিলিতেই বড় স্টেশন সহ পণ্য তোলা-নামানোর জন্য রেক পয়েন্টের দাবি করা হয়েছে। কারণ হিলি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক স্থলবন্দর হিসেবে পরিচিত। বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ শুরু হতেই নোটিশ ধরানো হয়েছে রেলের তরফ থেকে। তার মধ্যে আছে পশ্চিম আপতোরের তিন নম্বর কলোনি।
advertisement
রেলের রেক পয়েন্ট ও স্টেশন মিলিয়ে যে পরিমাণ জমি দরকার পড়বে তাতে হিলি লাগোয়া পশ্চিম আপতোর তিন নম্বর কলোনির প্রায় ৮০ টি পরিবারকে নিজেদের জমি রেলকে হস্তান্তর করতে হবে। নিয়ম অনুযায়ী তাঁরা যাবতীয় কাগজপত্র রেলকে জমা দিলে ক্ষতিপূরণও পাবেন। কিন্তু এখানকার ৩৫ টি পরিবারের জমির বৈধ কাগজ নেই।স্থানীয় বাসিন্দারা এই প্রসঙ্গে জানান, ৮০ থেকে ৯০ এর দশকের মধ্যে এই এলাকায় বসতি গড়ে উঠেছিল। এদের অধিকাংশই বাংলাদেশ থেকে আসা ছিন্নমূল পরিবার। সীমান্ত পেরিয়ে হিলিতে এসে এক সময় বসবাস শুরু করেন। এ সমস্ত এলাকার স্থানীয় বাসিন্দারা বিড়ি বাঁধার কাজ করার পাশাপাশি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজও করেন। কিন্তু কাগজপত্র না থাকায় ফের নতুন করে ভিটে হারা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই কলোনি এলাকার যে সমস্ত পরিবারের জমির বৈধ কাগজপত্র আছে, তারা ইতিমধ্যেই জমা দিয়েছেন। এই পরিস্থিতিতে ওই ৩৫ টা পরিবার কী করবে সেটাই এখন বড় প্রশ্ন।
সুস্মিতা গোস্বামী