Hooghly News: দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই চালক, গুরুতর আহত আরও দু'জন
- Reported by:RAHI HALDAR
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক চালকের। গুরুতর আহত অবস্থায় আরও দু'জন হাসপাতালে ভর্তি
হুগলি: আবারও গতির বলি দুই বাইক চালক। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটে। দুই বাইক চালকের মৃত্যুর পাশাপাশি দুটি বাইকেই একজন করে সওয়ারি ছিলেন। তাঁরা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। মৃত দুই বাইক চালকের নাম শেখ হায়দার (৩০) ও দেবব্রত শর্মা (২৬)।
বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে হুগলির বৈঁচি জিটি রোডের উপর। এই সংঘর্ষের ফলে গুরুতর আহত প্রদীপ স্বর্ণকার ও অর্পিতা শর্মা চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বৈঁচি জিটি রোডে। একটি বাইকে বন্ধু প্রদীপ স্বর্ণকারকে নিয়ে শেখ হায়দার পান্ডুয়া থেকে বৈঁচি ফিরছিলেন। অপর বাইকে স্ত্রী অর্পিতাকে নিয়ে সাহানিপাড়া থেকে জিটি রোডে উঠছিলেন দেবব্রত শর্মা। জিটি রোডে উঠতেই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের। আহত চারজনকে পুলিশ উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসারা শেখ হায়দার ও দেবব্রত শর্মাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, মৃত হায়দার কুয়েতে গয়নার কাজ করতেন। দু’সপ্তাহ আগে বাড়ি ফেরেন। বৃহস্পতিবার সন্ধেয় দাদার বুলেটে বন্ধু প্রদীপকে নিয়ে পান্ডুয়া গিয়েছিলেন। সেখান থেকেই বৈঁচি স্টেশন রোডের বাড়ি ফিরছিলেন। অপরদিকে দেবব্রত শর্মার ফাস্ট ফুডের দোকান বৈঁচিতে। স্ত্রীকে নিয়ে তিনি সোখানেই যাচ্ছিলেন।
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 15, 2023 1:01 PM IST









