উল্লেখ্য,গঙ্গারামপুর পুরসভার হাইস্কুল পাড়ার বাসিন্দা তপন বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় উঠোনে মেলে দেওয়া কাপড় তুলতে যান। উঠোনে কাপড় মেলবার লোহার তারের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ঘটবার ফলে তপনবাবু তড়িদাহত হয়ে পড়েন। তপন বাবুকে বাঁচাতে গিয়ে তড়িদাহত হন তার ছেলে তন্ময় ।পরবর্তীতে স্বামী ও ছেলেকে বাঁচাতে গিয়ে জখম হন তাপসী।
আরও পড়ুন: হাতের পাঁচ ৩৩৭ নিয়েই কাজ শুরু কমিশনের! কোন কোন জেলায় বিশেষ নজর? রইল বিস্তারিত তালিকা
advertisement
সূত্রের খবর, এরপর চিৎকার চেঁচামচির জেরে পথ চলতি মানুষ ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। সেইসঙ্গে তড়িঘড়ি তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তাপসী গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত রয়েছেন।
সুস্মিতা গোস্বামী