TRENDING:

Dakshin Dinajpur News: গত কয়েকদিন টানা বৃষ্টি দক্ষিণ দিনাজপুর জেলায়, চাষিদের ব্যস্ততা এখন তুঙ্গে

Last Updated:

গত তিন-চারদিনে ভাল বৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। বৃষ্টির জল পেতেই বর্শালী স্বর্ন, গুটি স্বর্ন, শম্পা মাসুরি লাগাতে শুরু করেন কৃষকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : একটানা বৃষ্টি হতেই চিত্রটা বদলে গেল জেলায়। খুশির হাওয়া কৃষক মহলে। অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন ধান চাষিরা। টানা কয়েকদিনের বৃষ্টিতে জমি তৈরি করে ধানের রোয়া সারলেন দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকেরা। ট্রাক্টর দিয়ে চাষ করে ধানরোপন করার ব্যস্ততা দেখা গেল তুঙ্গে। ক্যালেন্ডারে বর্ষাকাল হিসেবে চিহ্নিত হলেও দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বর্ষার চিহ্নটুকুও খুঁজে পাওয়া যাচ্ছিল না বললেই চলে। তবে, গত কয়েকদিনের বৃষ্টিতে জল জমেছে জমিতে। বৃষ্টির জল পেতেই বর্শালী যে সমস্ত ধান রয়েছে স্বর্ন, গুটি স্বর্ন, শম্পা মাসুরি সেই সমস্ত ধান তড়িঘড়ি লাগাতে শুরু করেছেন জেলার কৃষকেরা।
advertisement

কিছুদিন আগে পর্যন্ত অতিরিক্ত মূল্য দিয়ে জল কিনে সেচের মাধ্যমে কিছু কৃষক ধান চাষ শুরু করলেও বেশিরভাগ কৃষকেরা তাদের চাষ বাস শুরু করতে পারছিলেন না অর্থনৈতিক কারণে। কিন্তু বর্তমানে কয়েকদিনের বৃষ্টিতে জমিতে জল জমা হতেই খুশি কৃষক মহলে।

আরও পড়ুনঃ নীরবে হারিয়ে যেতে বসেছে যাত্রাপালা! যাত্রা কার্যত শেষ বলে আক্ষেপ যাত্রা শিল্পীদের

advertisement

তবে, চারা রোপন পিছিয়ে যাওয়ায় চারা গাছের বয়স বেড়ে যাচ্ছে৷ দেরিতে রোপন হওয়ায় তত ফলনের পরিমাণ কমতে পারে৷ ফলে কিছুটা হলেও দুশ্চিন্তায় কৃষক, পাশাপাশি যেসব জমিতে এখনও পাট পচানো হয়নি সেই সব জমিতে আর চাষ হবে না বলে ধরে নিতে হচ্ছে। কৃষি দফতর সূত্রে, এবার ধান রোপণের মরশুম শুরু হলেও বৃষ্টিপাত কম হওয়ায় সমস্যা দেখা দিয়েছে৷  ধানচাষ মূলত বৃষ্টির জলনির্ভর।

advertisement

View More

আরও পড়ুনঃ পোষ্য ছাগলের জন্য পাতা পাড়তে গিয়ে সব শেষ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পড়ুয়া

দক্ষিণ দিনাজপুর জেলায় গত বছর জুন মাসে বৃষ্টিপাতের পরিমান ২৫৬.২ মিলিমিটার, চলতি বছরে জুন মাসে বৃষ্টিপাতের পরিমান ১৫২ মিলিমিটার।জুন মাসে জেলায় বৃষ্টিপাতের ঘাটতি ছিল ৬০ শতাংশ। গত বছর জুলাই মাসে বৃষ্টিপাতের পরিমান ২৮২.২ মিলিমিটার। চলতি বছর জুলাই মাসে এখনও পর্যন্ত ২০২.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জুলাইয়ে সেই ঘাটতি ছিল প্রায় ৫০ শতাংশ।

advertisement

তবে, গত তিন-চারদিনে ভাল বৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হয়েছে। আর তাতেই কৃষি অধিকর্তারা জানাচ্ছেন, বৃষ্টিপাতের ঘাটতি প্রায় মিটে গিয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: গত কয়েকদিন টানা বৃষ্টি দক্ষিণ দিনাজপুর জেলায়, চাষিদের ব্যস্ততা এখন তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল