Dakshin Dinajpur News: পোষ্য ছাগলের জন্য পাতা পাড়তে গিয়ে সব শেষ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পড়ুয়া
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুরে ইলেকট্রিকের তার থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ক্লাস ফাইভের স্কুল পড়ুয়া।
দক্ষিণ দিনাজপুর : তড়িদাহত হয়ে মৃত্যু হল ক্লাস ফাইভের স্কুল পড়ুয়ার। মৃত পড়ুয়ার নাম প্রীতম প্রামাণিক (১২)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুরে। এদিন সকালে খাসপুর এলাকার একটি দোকানের পাশে ছাগলের জন্য পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই পড়ুয়া৷ যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।
জানা গেছে, দক্ষিণ দিনাজপুরের খাসপুর এলাকার স্টেশনারি দোকান রয়েছে সূর্য মহন্ত নামে এক যুবকের। তার দোকানে প্রতিদিন রাতের বেলা চুরির ভয়ে বেআইনিভাবে ইলেকট্রিক দিয়ে রাখে। সেই দোকানে ইলেকট্রিকের তার থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই পড়ুয়া।
advertisement
advertisement
ওই দোকান মালিকের খোঁজ পাওয়া যায়নি। এই নিয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে মৃত পড়ুয়ার পরিবার।
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2023 2:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: পোষ্য ছাগলের জন্য পাতা পাড়তে গিয়ে সব শেষ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পড়ুয়া