আরও পড়ুন: বর্ষার শুরুতেই নদীতে তলিয়ে গেল কয়েকশো বিঘা চাষ জমি! ভাঙন সমস্যায় কাঁপছে তুফানগঞ্জ
গত ২ জুন বালুরঘাটের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন দক্ষিণ দিনাজপুরের তপনের ভিকু রায় (৫২)। তাঁর দুটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু ওই রোগীর পরিজনদের অভিযোগ, অস্ত্রোপচার করার পর থেকেই ভিকু রায়ের শারিরীক অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হয় পড়ে। তাঁকে বিশেষ মেডিকেল সাপোর্ট দিতে হয়। ওই রোগী গত কয়েকদিন ধরে সংজ্ঞাহীন অবস্থায় আছেন। শুক্রবার সকালে হঠাৎ করে নার্সিংহোম কর্তৃপক্ষ ওই রোগীকে অন্যত্র রেফার করে দেন। কিন্তু পরিজনদের দাবি, তাঁকে এই মুহূর্তে অন্য হাসপাতাল বা নার্সিংহোমে নিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ বিশেষ মেডিকেল সাপোর্ট থেকে বার করলেই মৃত্যু হতে পারে।
advertisement
এই গোটা ঘটনার প্রতিবাদ জানালে তাঁদের উপর আক্রমণ করে নার্সিংহোম কর্তৃপক্ষের লোকজন, এমনই দাবি ভিকু রায়ের পরিবারের। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটে। হেনস্তার শিকার হওয়ার পর ওই রোগীর পরিজনরা বালুরঘাট থানায় গিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গোটা ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। যদিও রোগীর পরিজনদের অভিযোগ অস্বীকার করেছে বালুরঘাটের ওই নার্সিংহোম। এদিকে শেষ পর্যন্ত ভিকু রায় নামে ওই সংজ্ঞাহীন রোগীকে মালদহে রেফার করা হয়।
সুস্মিতা গোস্বামী