আরও পড়ুন: রাজার হারানো হাতি খুঁজে দিয়েছিলেন মা গুপ্তমনি! এই মন্দিরে পুজো করেন শবররা
বালুরঘাট নিউটাউন ক্লাবের পুজো চলতি বছর ৭১ তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘদিন ধরেই নিউটাউন ক্লাব দুর্গাপুজোয় চমক দিয়ে চলেছে। প্রতিবছর এখানকার পুজো দেখার জন্য বহু দর্শনার্থীর সমাগম হয়।
advertisement
এই পুজোর আয়োজকদের থেকে জানা গিয়েছে শুধু থিম নয়, উদ্বোধনেও তাঁরা বড় চমক দেখাতে পারেন। সুত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে এই পুজোর উদ্বোধন করাতে চান আয়োজকরা। এই বিষয়ে ক্লাব সম্পাদক অরিজিৎ মহন্ত জানান, হুবহু রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। শুধুমাত্র মন্দির নয়, এবারে প্রতিমাতেও থাকছে নতুনত্ব। রাম মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে এবার দেবী মূর্তি তৈরি করা হচ্ছে। বালুরঘাটের কল্পনা ডেকরেটর তৈরি করছে রাম মন্দিরের আদলে মণ্ডপ। এর জন্য মেদিনীপুর থেকে শিল্পীও আনা হয়েছে। প্রতিমার উচ্চতা হবে ১৬ ফিট।
সুস্মিতা গোস্বামী