আরও পড়ুন: রক্তের জন্য ১৭১ কিলোমিটার পথ হাঁটা শুরু যুবকের
বালুরঘাট বাসস্ট্যান্ডে নামলেই সাধারণ মানুষের চোখ আটকে যাচ্ছে বাস স্ট্যান্ড চত্বরে লাগানো পুরসভার ঘড়িটার দিকে। তার কাঁটা কখনও ফ্যানের ব্লেডের মতো দ্রুতগতিতে ঘুরছে, তো আবার কখনও উল্টোদিকে হাঁটছে। যারা বাইরে থেকে আসছেন তাঁরা এই দৃশ্য দেখে রীতিমতো হতবাক।
advertisement
বাম জমানায় বালুরঘাট বাসস্ট্যান্ডের সামনে এই ঘড়িটি বসানোর জন্য খরচ হয়েছিল প্রায় ১০ লক্ষ টাকা। তারপর তাকে নতুন করে আবার মাস চারেক আগে এপ্রিল মাসে একটি পিলারের উপর বসানো হয়। এই নতুন ঘড়িটি বসাতে খরচ হয়েছে প্রায় ৯ লাখ টাকা। ঘড়ির পাশাপাশি বসানো হয় বিশ্ববাংলা লোগো। যা নিয়ে বিরোধীরা সরব হয়েছিল। এদিকে চার মাসের মধ্যে ঘড়িটি খারাপ হয়ে যাওয়া প্রসঙ্গে বালুরঘাটের পুরপ্রধান অশোক কুমার মিত্র বলেন, ঘড়ি বিকলের কথা জানতে পেরেই তা ঠিক করার কাজ শুরু হয়েছে। সামান্য বিদ্যুতের সমস্যা হয়েছে। টেকনিক্যাল বিভাগের লোক দেখছে বিষয়টি। পাশাপাশি, ঘড়ি মোড়ের ঘড়িটি বসানোর জন্য যে খরচের কথা বলা হয়েছে তা সঙ্গত কারণেই খরচ হয়েছে। কারণ শুধু ঘড়ি নয়, ওখানে একটা সদৃশ্য স্তম্ভ বানানো হয়েছে এবং তার সঙ্গে বিশ্ব বাংলার লোগো লাগানো আছে।
সুস্মিতা গোস্বামী