একের পর এক অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ পুরসভার ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করতে যান পুরপ্রধান অশোক মিত্র। সেখানেই তিনি বিক্ষোভের মুখে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষাকাল পড়তেই বালুরঘাট পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের সামনের রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ময়লা আবর্জনা উঠে এসেছে রাস্তার উপর। ফলে যাতায়াত করতে গিয়ে বাধা পাচ্ছে এলাকাবাসী।
advertisement
আরও পড়ুন: রাতের অন্ধকারে উধাও ২৬ টি পূর্ণবয়স্ক গাছ, ভেসে যাওয়ার আশঙ্কায় দ্বীপচর
দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়ে এদিন ডাম্পিং গ্রাউন্ডের সামনের রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেই সময়ই পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে পৌঁছন পুরপ্রধান। তখনই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন অবরোধকারীরা। বিক্ষোভের মুখে পড়ে পুরপ্রধান আশ্বাস দেন, দ্রুত এই সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে এই বিষয়ে ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছে বলে জানান তিনি। এরপর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়।
সুস্মিতা গোস্বামী