পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই তৃণমূলে ভাঙন। এবার তৃণমূলের ঘরে থাবা বসালো দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের দখলে।
একদা প্রভাবশালী তৃণমূল নেতা লগিনদাস জেলবন্দি হওয়ার পরেও ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের প্রভাব বহাল ছিল। সেই ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ২০ জন আদি তৃণমূল কংগ্রেস নেতা এইদিন বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী ও চারজন সাধারণ সম্পাদক উপস্থিত হন।
advertisement
আরও পড়ুন: অব্যবহার্য জিনিস দিয়ে বিয়ের কার্ড, ঘর সাজানোর সামগ্রী, বাজিমাত ৭০ বছরের বৃদ্ধর
এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর হাত ধরেই তৃণমূলের এই নেতারা বিজেপিতে যোগদান করেন। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে৷ ভাটপাড়া অঞ্চলে পুরনো তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে নতুনরা যোগ্য সম্মান দিচ্ছে না এবং তাঁদের কোন কথাই শুনছেন না নতুন নেতারা। এমনকি গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই অনেকে দলে থেকে কাজ করতে পারছিলেন না বলে অভিযোগ অনেকেরই।
শাসক দলের নেতাদের দুর্নীতি রুখতে তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে অভিযোগ। এবং বিজেপির দলীয় কর্মসূচি ও উন্নয়নের বিভিন্ন দিক ভেবেই তাঁরা এগিয়ে আসছেন। সেই কারণেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বলে জানিয়েছেন দলত্যাগী তৃণমূল নেতারা।
সুকান্ত মজুমদারের দাবি, এই যোগদানের ফলে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের জয় আরও সুনিশ্চিত হল বিজেপির। আগামী দিনে এরকম বহু মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন বলেই আশা করছেন তিনি।
সুস্মিতা গোস্বামী