TRENDING:

Panchayat Elections 2023 : পঞ্চায়েত ভোটের আগে ফের ভাঙন শাসকদলে! বিজেপিতে যোগ একাধিক আদি তৃণমূল নেতার

Last Updated:

Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই তৃণমূলে ভাঙন। এবার তৃণমূলের ঘরে থাবা বসালো দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের দখলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দলবদল। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত-সহ একাধিক এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় শতাধিক আদি তৃণমূল কংগ্রেস নেতা। ভোটের আগে যা অশনিসংকেত শাসক দলের জন্য।
advertisement

পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই তৃণমূলে ভাঙন। এবার তৃণমূলের ঘরে থাবা বসালো দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের দখলে।

একদা প্রভাবশালী তৃণমূল নেতা লগিনদাস জেলবন্দি হওয়ার পরেও ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের প্রভাব বহাল ছিল। সেই ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ২০ জন আদি তৃণমূল কংগ্রেস নেতা এইদিন বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী ও চারজন সাধারণ সম্পাদক উপস্থিত হন।

advertisement

View More

আরও পড়ুন: অব্যবহার্য জিনিস দিয়ে বিয়ের কার্ড, ঘর সাজানোর সামগ্রী, বাজিমাত ৭০ বছরের বৃদ্ধর

এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর হাত ধরেই তৃণমূলের এই নেতারা বিজেপিতে যোগদান করেন। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে৷ ভাটপাড়া অঞ্চলে পুরনো তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে নতুনরা যোগ্য সম্মান দিচ্ছে না এবং তাঁদের কোন কথাই শুনছেন না নতুন নেতারা। এমনকি গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই অনেকে দলে থেকে কাজ করতে পারছিলেন না বলে অভিযোগ অনেকেরই।

advertisement

আরও পড়ুন: বাংলার এই কয়েক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের দাপট কমবে কবে? অবশেষে বড় খবর হাওয়া অফিসের

শাসক দলের নেতাদের দুর্নীতি রুখতে তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে অভিযোগ। এবং বিজেপির দলীয় কর্মসূচি ও উন্নয়নের বিভিন্ন দিক ভেবেই তাঁরা এগিয়ে আসছেন। সেই কারণেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বলে জানিয়েছেন দলত্যাগী তৃণমূল নেতারা।

advertisement

সুকান্ত মজুমদারের দাবি, এই যোগদানের ফলে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের জয় আরও সুনিশ্চিত হল বিজেপির। আগামী দিনে এরকম বহু মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন বলেই আশা করছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Panchayat Elections 2023 : পঞ্চায়েত ভোটের আগে ফের ভাঙন শাসকদলে! বিজেপিতে যোগ একাধিক আদি তৃণমূল নেতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল