আরও পড়ুন: নতুন ট্রান্সফর্মারের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ
কলকাতায় অবস্থিত বালুরঘাট ভবনের জন্য নতুন পরিকল্পনার কথা জানানো হয়েছে এই বুকলেটে। উল্লেখ্য, ১৯৪৯ সালে তৈরি হয় বালুরঘাট পুরসভা। ২০২২ সালের নতুন পুর বোর্ড দায়িত্বভার গ্রহণের পর শহরের উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। শহরের ড্রাম্পিং গ্রাউন্ডে কঠিন বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা করা, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ, শহরের সবুজায়ন বৃদ্ধি, বাতিস্তম্ভগুলিকে ত্রিস্তর আলোতে আলোকিত করার মতো একাধিক কাজ ধারাবাহিকভাবে করে চলেছে। এই উন্নয়নের কাজে আধুনিক প্রযুক্তিকেও ব্যবহার করা হচ্ছে।
advertisement
দারিদ্র সীমার নীচে বসবাসকারী পুরবাসীদের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুরসভার উদ্যোগে শহরের পার্কিং সমস্যা মেটাতে দুটি আলাদা পার্কিং জোন তৈরির কাজ শুরু হয়েছে।
পুর বাজারগুলি সংস্কারের কাজও সম্পূর্ণ। পাশাপাশি বালুরঘাটে বেশ কয়েক জায়গায় ‘মা ক্যান্টিন’ পরিষেবা দিচ্ছে পুর কর্তৃপক্ষ।
শহরের বাসিন্দাদের সুবিধার্থে শহরজুড়ে ৩০ টি সামাজিক শৌচালয় তৈরি করেছে বালুরঘাট পুরসভা। শহরজুড়ে মোট ৯ টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়ে থাকে।
সুস্মিতা গোস্বামী