Murshidabad News: নতুন ট্রান্সফর্মারের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ
- Reported by:KOUSHIK ADHIKARY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
নতুন ট্রান্সফর্মার বসানোর দাবিতে বিদ্যুৎ দফতরের অফিসের সামনে বিক্ষোভ দেখান রঘুনাথপুরের মানুষ।
মুর্শিদাবাদ: তীব্র গরমে নাজেহাল মানুষ। এই অবস্থায় বিদ্যুতের লাইনের সমস্যার জন্য মাঝেমধ্যেই আলো-পাখা বন্ধ হয়ে যাচ্ছে ফরাক্কার রঘুনাথপুরে। ফলে কষ্ট আরও বাড়ছে গ্রামবাসীদের। এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়ে এলাকায় বিদ্যুতের নতুন ট্রান্সফর্মার বসানোর দাবিতে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন তাঁরা।
নতুন ট্রান্সফর্মার বসানোর দাবিতে বিদ্যুৎ দফতরের অফিসের সামনে বিক্ষোভ দেখান রঘুনাথপুরের মানুষ। স্থানীয় বাসিন্দা অভিযোগ, রঘুনাথপুর এলাকায় সন্ধে হলেই বিদ্যুতের চরম সমস্যা দেখা দেয়। এর ফলে ছেলে-মেয়েদের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য গত কয়েক বছর ধরে বারবার এলাকায় নতুন ট্রান্সফর্মার বসানোর দাবি জানালেও কোনও লাভ হয়নি বলে তাঁরা জানান। এরই প্রতিবাদে ফরাক্কা ব্যারেজের ইলেকট্রিক অফিসের সামনে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষ। পরে ফরাক্কা ব্যারেজের ইলেকট্রিক অফিসের স্থানীয় ম্যানেজারের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তাঁরা।
advertisement
advertisement
গ্রামবাসীদের এই বৃক্ষ প্রসঙ্গে ফরাক্কা ব্যারেজের ইলেকট্রিক অফিসের ম্যানেজার জানান, রঘুনাথপুরে নতুন ট্রান্সফর্মার বসানোর যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। কিন্তু গাছের জন্য সমস্যার সমাধান হচ্ছে না। এদিকে গ্রামবাসীরা জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনের তারা আরো বড় আন্দোলনের পথে হাঁটবেন।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 6:32 PM IST








