আরও পড়ুন: আদিবাসীদের বাংলা বনধে স্তব্ধ পুরুলিয়া, শুধু চলল ট্রেন
বৃষ্টি কিংবা তীব্র গরমের তপপ্রবাহ থেকে বাঁচতে রাস্তার ধারের এই প্রতীক্ষালয়গুলি খুবই সাহায্য করছে বালুরঘাটের মানুষকে। চড়া রোদের মধ্যে সহজেই একটু জিরিয়ে নিতে পারছেন তাঁরা।এই প্রতীক্ষালয়গুলির সৌন্দর্য বাড়ানোর জন্য একাধিক মনীষীর ছবি লাগানো হয়েছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়েছে। বসার জায়গা কংক্রিটের তৈরি।
advertisement
দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটে প্রতিদিন জেলার নানান প্রান্ত থেকে বহু মানুষ আসেন। এই প্রতীক্ষালয়গুলি তৈরি হওয়ায় তাঁরাও উপকৃত হচ্ছেন। বর্তমানে তীব্র রোদের হাত থেকে দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো এই প্রতীক্ষালয় ঢুকে বসে সহজেই নিজেকে বাঁচাতে পারছেন। এছাড়াও সকালে প্রাতঃভ্রমণে বের হওয়া বয়স্করাও এর ফলে উপকৃত হচ্ছেন। সব মিলিয়ে পুরসভার এই উদ্যোগে অত্যন্ত খুশি বালুরঘাটের সাধারণ মানুষ।
সুস্মিতা গোস্বামী