আরও পড়ুন: বিনাপয়সার চিকিৎসা কেন্দ্র! কোথায় অবস্থিত দেখুন
হাসপাতালের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগীর পরিজনরা। প্রসঙ্গত বালুরঘাট জেলা হাসপাতালের ইউএসজি বিভাগ এতদিন খোলা থাকত সপ্তাহে ৬ দিন। কিন্তু হাসপাতালে ভর্তি থাকা রোগীদের কোনরকম ইউএসজি করার প্রয়োজন হলে রবিবার তা করা সম্ভব হতো না। এর ফলের সমস্যা তৈরি হচ্ছিল। বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে রোগীর পরিজনদের বাইরের ল্যাব থেকে ইউএসজি করতে হত। সেই সমস্যা দূর করতেই এবার থেকে রবিবার করে ইউএসজি ল্যাব খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
এই নতুন নির্দেশিকায় গরিব রোগীদের উপকার হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি জেলা হাসপাতালের প্যাথলজি বিভাগের ল্যাবও ২৪ ঘণ্টাই চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। আগে রাতে ল্যাব বন্ধ রাখা হত। কিন্তু এখন যে কোনও পরীক্ষারজরুরি ভিত্তিতে জেলা হাসপাতালের ল্যাবে রাতেও পরীক্ষা করা হবে। এবিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, বালুরঘাট জেলা হাসপাতালে রবিবারে ইউএসজি পরীক্ষা হত না। এখন থেকে রবিবারেও এই পরীক্ষা হবে। তা চালু হয়ে গিয়েছে। অন্য কোনও হাসপাতালে রবিবার এই পরিষেবা পাওয়া যায় কিনা তা জানা নেই।
সুস্মিতা গোস্বামী