Howrah News: বিনাপয়সার চিকিৎসা কেন্দ্র! কোথায় অবস্থিত দেখুন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের উন্নত মানের চিকিৎসার জন্য হাওড়ার রাজারামতলায় গড়ে তোলা হয়েছে বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র
হাওড়া: অর্থের অভাবে সামান্য অসুখও এখন মারণ রোগে পরিণত হচ্ছে। আর তাই আর্থিকভাবে পিছিয়ে পড়াদের সময়ে সঠিক চিকিৎসার জন্য হাওড়ায় চালু হল বিনামূল্যের চিকিৎসা কেন্দ্র। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগী দেখবেন এখানে।
এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। শিশুরোগ থেকে স্ত্রী রোগ, দাঁত বা মেডিসিন স্পেশালিস্ট প্রায় সমস্ত বিষয় চিকিৎসার জন্য অভিজ্ঞ ডাক্তার থাকবেন এখানে। এই দাতব্য চিকিৎসালয় চালু হয়েছে হাওড়ার রামরাজাতলায়। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়,স্থানীয় প্রাক্তন কাউন্সিলর, সংগঠনের সদস্য ও সদস্যা সহ বহু গুণীজন। সুষমা দত্ত ফাউন্ডেশন ফর ওমেন্স কেয়ার সর্বদা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। তারাই এই বিনামূল্যের চিকিৎসা কেন্দ্রটি গড়ে তুলেছে।
advertisement
advertisement
ব্যাঙ্ক কর্মী পঞ্চাশ ঊর্ধ্ব সুজিত দত্তর উদ্যোগেই মূলত গড়ে উঠেছে এই বিনামূল্যের চিকিৎসা কেন্দ্রটি। এই প্রসঙ্গে প্রতিষ্ঠাতা সুজিত দত্ত জানান, সারা বছর বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। সংগঠনের শুরু থেকেই পরিকল্পনা ছিল আর্থিকভাবে সমাজে পিছিয়ে পড়া মানুষরা যাতে ঠিক সময়ে চিকিৎসা করাতে পারেন তা নিশ্চিত করা। সেই দিক গুরুত্ব রেখেই সম্পূর্ণ বিনামূল্যে এই দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা হয়েছে।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 5:44 PM IST
