Murshidabad News: ৩৫০ বছর ধরে দুর্গাপুজো হচ্ছে নিমতিতা জমিদার বাড়িতে

Last Updated:

সাড়ে ৩০০ বছর ধরে দুর্গাপুজো হচ্ছে মুর্শিদাবাদের নিমতিতা রাজবাড়িতে। আজও পুজোর সময় উপচে পড়ে আমজনতার ভিড়

+
title=

মুর্শিদাবাদ: জেলার প্রাচীন রাজবাড়িগুলির মধ্যে অন্যতম নিমতিতা জমিদার বাড়ি। যার বয়স ৩৫০ বছর। যদিও এই ঐতিহ্যবাহী জমিদারবাড়ি আজ জৌলুস হারিয়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। হেরিটেজ তকমা পেলেও জৌলুস হারিয়েছে এই বিখ্যাত বাড়ির দুর্গাপুজো।
৩৫০ বছর আগে গৌরসুন্দর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরীর হাতে তৈরি হয়েছিল এই রাজবাড়ি। একসময় রাজপ্রাসাদের আনাচেকানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকতো রাজকীয় বৈভব। কিন্তু আজ সে বিবর্ণ। জরাজীর্ণ কঙ্কালসার নিমতিতা রাজবাড়ি যেন কোনও ক্রমে দাঁড়িয়ে আছে জানা-অজানা নানান ইতিহাসের সাক্ষী হয়ে। একসময় বাংলা নাটকের আঁতুড়ঘর ছিল এই রাজবাড়ি। সংস্কৃতির সঙ্গে এই রাজবাড়ির যোগও দীর্ঘদিনের। স্বাধীনতা আন্দোলনেও প্রভাব ছিল এই রাজবাড়ির। এই বাড়িতে রাত কাটিয়েছেন কাজী নজরুল ইসলাম। ক্ষিরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, শিশির কুমার ভাদুড়ীর নাটক মঞ্চস্থ হত এখানে। বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় তাঁর দেবী ও জলসাঘর সিনেমার শুটিং করেছিলেন এখানে।
advertisement
advertisement
জৌলুস না থাকলেও আজও দুর্গাপুজোর সময় বহু সাধারণ মানুষ উপস্থিত হন নিমতিতা জমিদারবাড়ির পুজো দেখতে। বসে ছোট ছোট দোকান নিয়ে মেলা। এই প্রাচীন পুজোকে ঘিরেই উৎসবে মেতে ওঠেন গ্রামের বাসিন্দারা। এই বাড়ির এক পাশে রয়েছে ঠাকুর দালান। এখন কোনও রকমে সেখানে চলছে পুজোর কাজ। তবে পুরনো জাঁকজমক আজ আর নেই। একসময় ১০১ ঢাক সহযোগে পুজো সুচনা করা হত। সেখানে অংশ নিত গ্রাম ছাড়িয়ে দূরদূরান্তের মানুষও। পুজোর ক’দিন নববধূর সাজে সেজে উঠত এই রাজবাড়ি। ষষ্ঠীর দিন হত মায়ের আবাহন। পুজো পাঁচদিন গ্রামের মানুষের পাত পড়ত রাজবাড়িতেই। পুজো শেষে ছাড়া হত নীলকণ্ঠ পাখি।
advertisement
কালের নিয়মে আজ সেসব‌ই ম্লান। বর্তমানে গৌর সুন্দর চৌধুরীর চতুর্থ প্রজন্ম এই পুজো করে। বাপ-ঠাকুরদার আমলের এই পুজো তারা ফেলতে না পারলেও এই পুজোতে নেই তার পুরনো গৌরব। পুজোর জন্যই তারা সুদূর কলকাতা থেকে নিমতিতা আসেন। এখনও একচালার দেবী প্রতিমা তৈরি হয়। প্রতিমা শিল্পীও বংশানুক্রমি ভাবে এই কাজ করে আসছেন। বারোয়ারি পুজো যতই হোক আজও এখানে রাজবাড়ির প্রতিমাদর্শন ছাড়া পুজো অসম্পূর্ণ। ইতিহাসের পাতা যেভাবে জীর্ণ হয়ে যায় ঠিক সেভাবেই কালের গর্ভে চলে যেতে বসেছে মুর্শিদাবাদের গৌরব নিমতিতা রাজবাড়ি।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ৩৫০ বছর ধরে দুর্গাপুজো হচ্ছে নিমতিতা জমিদার বাড়িতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement